Wednesday, July 18, 2018
স্পেনের বাব আল মর্দম মসজিদ
✍️ইমরান বিন বদরী।
ইসলামের সৌন্দর্য ও কল্যাণে আকৃষ্ট হয়ে সাহারা মরুভূমি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে জোয়ার ওঠেছিলো সেই জোয়ারের ঢেউ ছড়িয়ে পড়েছিলো ইউরোপের মাটিতেও৷
৮ম শতাব্দীর দিকে স্পেনে প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন৷ মুসলমানদের নিরলস প্রচেষ্টায় স্পেন জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি লাভ করেছিলো ৷ দীর্ঘ প্রায় সাতশত আশি বছর মুসলিম শাসন অব্যাহত থাকে এ স্পেনে ৷ ইসলামী ইতিহাসের দীপ্তিময় এক বিজয় পরবর্তী করুণ এক ইতিহাসের সাক্ষী আজ আইবেরীয় অঞ্চলের রক্তমাখা এ স্পেনের মাটি। আজো যেন সেই ক্রন্দনরত মুসলমানদের আর্তনাদ এবং তাদের করুণ অশ্রু আকাশ থেকে নিরবে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে এ মাটিতে। আরব ভূখণ্ডে আমার নূর নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সেই আলো যখন পূর্ব-পশ্চিমে প্রসারিত হতে শুরু করছিলো তখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তরে প্রসার করতেও দেরী করেননি। তৎকালীন সময়ে ভূমধ্যসাগরের পূর্ব পাড়ের ন্যায় পশ্চিমাংশেও মুসলমানদের আওতাধীন হয়েছিল।
আজ আপনাদের পরিচয় করিয়ে দেব স্পেনের মুসলিম সভ্যতার আরেকটি নিদর্শন যেটার নাম "ক্রিস্টো দে লা ল্যুজ"। এটি মুসলমানদের বিষাদময় ইতিহাসের আরেকটি সাক্ষী হয়ে আছেন। কাস্তিয়া লা মান্সা প্রভিন্সের টলেডো শহরে এটি অবস্থিত। এ শহরে রয়েছে মুসলমানদের অনেক ঐতিহ্যবাহী নিদর্শন । তৎকালীন স্পেনের বিত্তবান মুসলমানদের বসবাসের প্রিয় স্থান ছিলো এ টলেডো। শহরটি রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সে সময়কার ইউরোপে মুসলিম সভ্যতার বিকাশে যে সমস্ত শহর অগ্রগামী ছিলো সেগুলির অন্যতম ছিলো এই টলেডো নগরী।
একসময় এ শহরে মুসলমানদের আধিপত্য থাকলেও তা চলে যায় খ্রিস্টান ও ইহুদির দখলে। তবু প্রাচীন বহু মুসলিম নিদর্শন অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত আছে। তৎকালীন মুসলিম শাসনে নির্মিত যে সমস্ত মসজিদ আজ গির্জা কিংবা অব্যহৃত হয়ে টুরিস্ট স্পটে পরিণত হয়েছে তার মধ্যে অন্যতম এই 'ক্রিস্টো দে লা ল্যুজ'। আজকের এই মসজিদটি তখনকার আমলে ( مسجد باب المردوم) স্প্যানিশ ভাষায় যেটি "মসকুইতা বাব আল মর্দম" নামে পরিচিত ছিলো। ১৮৮২ সালের দিকে মসজিদের একটি দেয়ালের আবরণ পড়ে গেলে তাতে আবিস্কৃত হয় একটি শিলালিপিতে আরবীতে লেখা এ মসজিদের নির্মাণকাল যা ৯৯৯ সালের দিকে নির্মাণ করা হয়েছিল।
দ্বাদশ শতকে শহরটি খ্রিস্টানদের অধিকারে আসার পর এ মসজিদের একাংশ গির্জায় রূপান্তর করা হয়। তবে মসজিদের অংশটি এখনও সংরক্ষিত আছে। ১৫৬৩ সালের আগ পর্যন্ত স্পেনের রাজধানী থাকা এ টলেডোকে ১৯৮৬ সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আজ মুসলমানরা আধুনিক স্পেনের জন্ম দিয়েও মুসলিম ইতিহাসের দুঃখ হয়ে বেঁচে আছে। সে সময়কার মুসলমানরা যদি ইসলামের প্রকৃত পাবন্দী হয়ে নিজেরা আন্তঃকোন্দলে নাজড়িয়ে দূরদর্শিতার পরিচয় দিতো আজকের এ ইউরোপ হয়তো মুসলমানদের প্রাণকেন্দ্রে পরিণত হতো।
---------
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা
কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...
No comments:
Post a Comment