Friday, July 27, 2018

ইয়ে জামিয়া হে !!!

লেখক

মাসুম বিল্লাহ সানী 

ইয়ে জামিয়া হে। 

- আওলাদে রাসুলের (ﷺ) দরবার,

- সুন্নীয়তের দুর্গ,

- হযরত নূহ (আঃ) এর কিস্তি। 

- দুনিয়ার বাদশাহগণ এর গেইট দিয়ে ভিক্ষুকের ন্যায় মাথা নত করে ঢুকে আর,

- ভিক্ষুক যখন বের হয় (প্রাপ্তিতে) বাদশাহের ন্যায় মাথা উঁচু করে বের হয়,

- এর অলিতে গলিতে বহমান স্নিগ্ধ পবিত্র মনোরম বায়ুও যেন আশেকের মনের তৃপ্তি মেটায়।

- এ যেন আউলিয়া কেরাম ও আলেম তৈরির কারখানা।

- যেখানে আবিদ আবিদের ন্যায় ইবাদত করে।

- খাদেম গোলামের ন্যায় এর খেদমত করে। 

- আশেকগণ যাকে ভালবাসার মতই ভালবাসে।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...