Tuesday, September 11, 2018

ইমাম হোসাইন (রাঃ) এর শানে খাজা গরিবে নেওয়াজ (রহ.) এর কালাম ৷৷

ইমাম হোসাইন (রাঃ) এর শানে খাজা গরিবে নেওয়াজ (রহ.) এর কালামঃ


শাহ আস্তে হোসাইন , 

বাদশা আস্তে হোসাইন , 

দ্বীন আস্তে হোসাইন, 

দ্বীন পানা আস্তে হোসাইন, 

সার- দাদ না- দাদ দরদস্তে ইয়াজিদ , 

হাক্কে বেনায়ে লা- ইলাহা আস্তে হোসাইন।


অর্থাৎ,,, হোসাইন রাজা,,, 

হোসাইন বাদশাহ,,

 হোসাইন দ্বীন,,,, 

হোসাইন দ্বীনের আশ্রয়।

মাথা দিয়েছে,,দেয়নি তো হাত ইয়াজীদের হাতে,,,প্রকৃতপক্ষে হোসাইন  লা-ইলাহার বুনিয়াদ।।।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...