ইতিহাস নয় পবিত্র কুরআন অনুযায়ী জাহান্নামী কারা!
========✍️ইমরান বিন বদরী।
ইয়াজিদের স্বপক্ষে কথা বলাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলে বাইতের বিরোধিতা করা। ইতিহাস খোদায়ি কোন বানী নয়, ইতিহাস লিখেছেন আপনারই মত একজন। ইতিহাসের পাতায় পাতায় নিজের বিবেকবুদ্ধিকে হ্রাস করতে যাবেননা। খোদায়ি জ্ঞানে একটু ভেবে দেখার চেষ্টা করুন। মনেরাখা চাই সালতানাত যার হুকুম তারই হয়। আহলে বাইতের হত্যাকারী অপরাধী ইয়াজিদকে নিরপরাধ ভাবতে গিয়ে আহলে বাইতের সদস্যদের অপরাধীর কাতারে শামিল করবেননা । সীমার বলুন আর ইবনে জিয়াদ বলুন সবাই কিন্তু হুকুমের গোলাম ছিলো।কি অপরাধ ছিলো আমার রাসুলের নয়নমনি ইমাম হুসাইন রাদিঅাল্লাহু তাআ'লা আনহুসহ অসংখ্য আহলে বাইতের সদস্যদের? একজন অথর্ব শাসকের আনুগত্য করেনি বলে কি নির্মমভাবে হত্যা করতে হবে?
ইয়াজিদের মনে যদি ইসলামের আলো থাকতো সে কোনদিন এমন অমানবিক নির্মমতার ইতিহাস রচনা করতে পারতো? মোটেও না।
কোন মুসলমান অন্যায়ভাবে অন্য মুসলমানকে হত্যা করতে পারেনা। আল্লাহ তায়ালা অন্যায়ভাবে হত্যাকারীদের সম্পর্কে বলেন,
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا
এবং যে কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার শাস্তি জাহান্নাম। যেখানে সে চিরস্থায়ী হবে। [সূরা নিসা,আয়াত-৯৩]
এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এই হত্যাকাণ্ডের মাঝে কোন পক্ষ অপরাধী! পৃথিবীর ইতিহাসে এমন কেউ কি আছে যে জানেননা, ইয়াজিদ এবং তার সৈন্যরা কতো নিরপরাধকে হত্যা করেছে! যেগুলো সব অন্যায়ভাবেই করা হয়েছিল।
উপরোক্ত আয়াত অনুযায়ী চিন্তা করলে স্পস্ট হবেন কারা জাহান্নামী আর কারা জান্নাতি। ইমাম হুসাইন রাদিঅাল্লাহু তাআ'লা আনহু যে জান্নাতি নয় শুধু জান্নাতিদের সরদার সে'তো আগেই ঘোষণা করে গেছেন আমার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।(তিরমিজি ৩৭২০)
No comments:
Post a Comment