⏺ইমাম হাসান ও ইমাম হুসাইন (عليه السلام) এঁর গুরুত্ব/ফজিলত
★১. রাসূলুল্লাহ ﷺ বলেছেন "ইয়া আল্লাহ আঁমি হাসান-হুসাইনকে ভালোবাসি আঁপনিও তাঁদেরকে ভালোবাসুন এবং যে তাঁদেরকে ভালোবাসে আঁপনি তাঁদেরকেও ভালোবাসুন।"
*****দলিল*****
*(ক.) সহিহ মুসলিম হা/নং ৬০৩৯ ই:ফা:
*(খ.) তিরমিজি শরীফ,ষষ্ঠ খণ্ড,হা/নং ৩৭৬৯/২য় খন্ড, পৃঃ ২১৭,হাদিস নং ৩৭৬৯
★২. হুযুর (ﷺ) এঁর বাণী-"যে এই দু’জনকেই ভালবাসলাে,মূলত সে আঁমাকেই ভালবাসলাে এবং যে এই দু’জনের সাথে শত্রুতা পােষণ করলাে, মূলত সে আঁমার সাথেই শত্রুতা পােষণ করলাে।”
[ইবনে মাজাহ্,কিতাবুস সুন্নাহ্,বাবু ফি ফাযায়ীলে আসহাবে রাসূলুল্লাহ্,১/৯৬, হাদীস-১৪৩]
★৩. আবু হুরায়রা (رضي الله عنه) রাসূলুল্লাহ (ﷺ) ইমাম হাসান (رضي الله عنه) কে বলেছিলেন: হে আল্লাহ,আমি তাকে ভালবাসি।তুমিও তাকে ভালবাস এবং তাকে ভালোবাসো যে তাকে ভালবাসে (হাসান)।
[সহীহ মুসলিম,হা/নং ৫৯৫১-৫৯৫৩]
★৪. ইয়ালা ইবনে মুরয়া (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ বলেছেন: হুসাইন আঁমার আর আঁমি হুসাইনের।হুসাইন কে যে ভালবাসবে আল্লাহ্ তাঁকে ভালবাসবেন হুসাইন তো হল আঁমার সন্তান-সন্ততিদের একজন। [তিরমিজি শরীফ,ষষ্ঠ খন্ড,হা/নং ৩৭৭৫]
⏬
নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,(আহলে বাইত) হুসাইন আঁমি হতে আর আঁমি হুসাইন হতে।যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে।হুসাইন (রাঃ) বংশসমূহ হতে একটি বংশ।
[তিরমিযি শরীফ,২য় খন্ড,পৃষ্ঠা: ২১৮, হাদিস: ৩৭৭৫]
🌺হাদিস শরীফে এভাবেও ইরশাদ হয়েছে
৩৭৭৫।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ رَاشِدٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَإِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ .
ইয়া‘লা ইবনু মুর্রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হুসাইন আঁমার হতে এবং আঁমি হুসাইন হতে।যে লোক হুসাইনকে মহাব্বত করে,আল্লাহ্ তাকে মুহাব্বাত করেন। নাতিগণের মাঝে একজন হল হুসাইন।
[হাসান; ইবনু মাজাহ (১৪৪)]
★আবু 'ঈসা বলেন,এ হাদীসটি হাসান। আমরা এ হাদীসটি শুধুমাত্র ‘আবদুল্লাহ ইবনু ‘উসমান ইবনু খুসাইমের সূত্রেই জেনেছি।একাধিক বর্ণনাকারী এটি ‘আবদুল্লাহ ইবনু ‘উসমান ইবনু খুসাইম হতে বর্ণনা করেছেন।
✌“হুসাইন আঁমার থেকে এবং আঁমি হুসাইন থেকে।যে ব্যক্তি হুসাইন (আঃ) কে ভালোবাসে,আল্লাহ্ তা'য়ালা তাঁকে ভালোবাসেন।হুসাইন (আঃ) আমার বংশের একজন।”
[সুনানে ইবনে মাজাহ,১ম খন্ড,হা:নং ১৪৪]
✊ইয়ালা ইবনে মুররাহ (রাঃ) বর্ণনা করেন,একদা তাঁরা নবী (ﷺ) এর সংগে এক ভোজ সভায় যোগদান করেন সেখানে তাঁদের দাওয়াত দেওয়া হয়েছিল। এ সময় হুসাইন (রাঃ) রাস্তার ধারে খেলা ধুলায় মশগুল ছিলেন।রাবী বলেন: নবী ﷺ লোকদের সামনে এগিয়ে গেলেন এবং তাঁর দু'হাত বিস্তার করলেন।তখন ছেলেটি (হুসাইন) এদিক ওদিক পালাতে লাগলো এবং নবী (ﷺ) ও তাঁর সাথে কৌতুক করতে করতে তাঁকে ধরে ফেলেন।এরপর তিনি তাঁর এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তাঁর মাথায় রাখলেন এবং এবং চুমু খেলেন।আর বললেন: হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে।যে ব্যক্তি হুসাইন (রাঃ) কে ভালোবাসে,আল্লাহ্ তা'য়ালা তাঁকে ভালোবাসেন।হুসাইন (রাঃ) আমার বংশের একজন।
[সুনানে ইবনে মাজাহ,১ম খণ্ড,হাদিস নং ১৪৪,( ইসঃ ফাঃ)]
⏩ইয়ালী বিন মুররাহ্ বলেন,“একবার মহানবী (ﷺ) আমাদেরকে দাওয়াত করলেন এবং আমরা ঐ দাওয়াতে অংশ গ্রহণ করার জন্য রওয়ানা হলাম।চলার পথে আমরা একটি ময়দানে এসে উপস্থিত হলাম।সেখানে শিশুরা খেলাধুলা করছিল আর তাদের মধ্যে ইমাম হোসাইনও ছিল।শিশুরা আমাদেরকে দেখা মাত্রই আমরা সেখান থেকে না যাওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল। মহানবী আমাদের সামনাসামনি হাঁটছিলেন।তিনি যখন হোসাইনকে ঐ শিশুদের মাঝে দেখতে পেলেন তখন তাকে দেখে চুমো না দিয়ে থাকতে পারলেন না।তাঁর সাথে লোকজন থাকা সত্ত্বেও সবাইকে দাঁড় করিয়ে রেখে হোসাইনের দিকে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন। কিন্তু হোসাইন এদিক-ওদিক ছুটোছুটি করতে লাগল।আর এতে মহানবী হাসলেন। অবশেষে তিনি হোসাইনকে ধরে এক হাত তাঁর চিবুকে ও অপর হাত তাঁর মাথায় রাখলেন।এরপর তিনি নিজের গাল হোসাইনের গালের সাথে মিশিয়ে বললেন,
حسین منی و انا من حسین، احبّ الله من احبّ حسینا. الحسین سبط من الاسباط
“হোসাইন আমা হতে আমিও হোসাইন হতে।যে হোসাইনকে ভালবাসবে আল্লাহ্ও তাকে ভালবাসবেন।হোসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি।”
*****দলিল******
*(ক.) শেখ সুলায়মান আল-হানাফী আল-কুন্দুযী প্রণীত ইয়ানাবিউল মাওয়াদ্দাহ্,পৃঃ ২৬৪
*(খ.) আল-খাওয়ারিয্মী প্রণীত মাকতালুল হোসাইন,১ম খণ্ড,পৃঃ ১৪৬
*(গ.) ইবনে আসীর প্রণীত আন্-নিহায়াহ্ ফী গারীবিল হাদীস,২য় খণ্ড,পৃঃ ২৩৪।
🌀মহানবী ﷺ থেকে বর্ণিত সিব্ত্ (سبط) শব্দের একাধিক অর্থ করা যেতে পারে:
*১. হোসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি অর্থাৎ একটি গোত্র বা জাতির সমান।
[ইবনে আসীর প্রণীত আন্-নিহায়াহ্ ফী গারীবিল হাদীস,২য় খণ্ড,পৃঃ ২৩৪]
*২. সিব্ত্ শব্দের অপর অর্থ বিভিন্ন শাখা-প্রশাখায় পল্লবিত বৃক্ষ।আর হোসাইনকে সিব্ত্ বলার অর্থ হচ্ছে,মহানবীর বংশধরগণ হোসাইনের মাধ্যমে বিস্তার লাভ করবে।
*৩. এ হাদীসটির অর্থ এও হতে পারে,উচ্চ সম্মান ও মর্যাদার ক্ষেত্রে একটি জাতি যেমন সুউচ্চ আসনের অধিকারী এক্ষেত্রে হোসাইনেরও ঠিক এমনি আসন রয়েছে।
*৪. এ হাদীসের অর্থ এমনও হতে পারে,একটি জাতি যেমন পুণ্য ও প্রতিদান পেয়ে থাকে ঠিক তেমনিভাবে ইমাম হোসাইনও মহান আল্লাহর কাছে পুণ্য ও প্রতিদান পাবেন।
[পারতাভী আয-আযামাতে হোসাইন,পৃঃ ৩৩]
⏺ইমাম হাসান ও ইমাম হুসাইন (عليه السلام) এঁর গুরুত্ব/ফজিলত-২য় পর্ব
⏺হাসান ও হোসাইনের বংশধারা⏺
★৫. রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ جَعَلَ ذُرِّيَّةَ كُلِّ نَبِيٍّ فِي صُلْبِهِ، وَإِنَّ اللهَ تَعَالَى جَعَلَ ذُرِّيَّتِي فِي صُلْبِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ
অর্থাৎঃ “নিশ্চয় আল্লাহ তায়ালা সকল নবীর বংশধর তাঁদের ঔরশজাত পুত্র সন্তানের মাধ্যমে বিদ্যমান রেখেছিলেন আর আঁমার বংশধারা হযরত আলী ইবনে আবী তালেব রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র ঔরশজাত সন্তানের মাধ্যমে জারী রাখবেন।”
[সূত্রঃ ইমাম তাবারানি,আল-মু’জামুল কবীর, মাকতাবাতু ইবনে তাইমিয়া,কায়রো,২য় সংস্করণ,৩য় খন্ড,পৃঃ ৪৩,হা/২৬৩০]
⏩অন্য হাদিসে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
كُلُّ بَنِي أُنْثَى فَإِنَّ عَصَبَتَهُمْ لِأَبِيهِمْ، مَا خَلَا وَلَدَ فَاطِمَةَ فَإِنِّي أَنَا عَصَبَتَهُمْ وَأَنَا أَبُوهُمْ
অর্থাৎঃ “প্রত্যেক সন্তানের বংশ জারী হয় প্রত্যেকের পিতার দিক থেকে; তবে হযরত মা ফাতেমা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র সন্তানগণ এর ব্যতিক্রম; কেননা আঁমিই (নবী করীম) তাঁদের পিতৃবংশীয় নিকট আত্মীয় এবং আমিই তাঁদের পিতা (পূর্বপুরুষ)।”
[সূত্রঃ প্রাগুক্ত,৩য় খন্ড,পৃঃ ৪৪,হা/২৬৩১]
🤞এভাবেও বলা যেতে পারে
أخرج الطبراني عن عمر رضي الله عنه قال:قال رسول اللهﷺ كل بني أنثى فإن عصبتهم لأبيهم، ما خلاولد فاطمة فإنی عصبتهم، فأناأبوهم;
ইমাম তাবরানী হযরত ওমর (رضي الله عنه) এ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, “প্রত্যেক নারীর ঔরসজাত সন্তানদের বংশ পরিচয় নির্ণয় হয় তাদের পিতার দিক থেকে।শুধু (আঁমার কন্যা) ফাতেমার (رضي الله عنه)'র সন্তানগণ ব্যতিত। কেননা,আঁমিই তাদের ‘আসাবা’ এবং আঁমিই তাদের পিতার স্থলাভিষিক্ত (অভিভাবক হিসেবে)।"
*******দলিল*******
*(ক.) আল-মু'জামুল কবীরঃ ৩:৪৪,২৬৩১
*(খ.);মাজমাউয যাওয়ায়েদ,ইমাম হাইছামীঃ ৪:২২৪
⏩আরেক বর্ণনায় রয়েছে,রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
كُلُّ بَنِي أُمٍّ يَنْتَمُونَ إِلَى عَصَبَةٍ إِلَّا وَلَدَ فَاطِمَةَ، فَأَنَا وَلِيُّهُمْ وَأَنَا عَصَبَتُهُمْ
অর্থাৎঃ “প্রত্যেক মায়ের সন্তানদের বংশ নিসবত হয়, তাদের পিতৃকুলের দিকে; তবে হযরত ফাতেমা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র সন্তানগণ ছাড়া।কেননা আঁমিই তাঁদের অভিভাবক এবং আঁমিই তাঁদের পিতৃবংশীয় নিকট আত্মীয়।”
[সূত্রঃ প্রাগুক্ত, হাদিস নং ২৬৩২]
🤞হাদিস শরীফে এভাবেও এবারত এসেছে
أخرج الطبراني عن فاطمة الزهراء رضی الله عنها قالت: قال رسول اللهﷺ كل بني أم ينتمون إلى عصبتهم، إلا ولدی فاطمة، فأنا وليهما وعصبتهما ؛
ইমাম তাবরানী হযরত ফাতেমাতুজ জাহরা (رضي الله عنه) এর সূত্রে বর্ণনা করেন,তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, “প্রত্যেক মায়ের সন্তানেরই বংশীয় সম্পর্ক নির্ণীত হয় তাদের পিতার দিক দিয়ে।কিন্তু ফাতেমার সন্তানদের ব্যতিত।কেননা,আঁমিই তাদের অভিভাবক এবং তাদের বংশীয় উর্ধতন পুরুষ। তাই আঁমার দিকেই তাদের বংশীয় সম্পর্ক নির্ণীত হবে।"
*******দলিল*******
*(ক.)আল মু’জামুল কাবীরঃ ৩:৪৪ (২৬৩২)
*(খ.) আবু ইয়াআলাঃ ৬:১৬১ (৬৭০৯)
*(গ.) তারীখু বাগদাদ আল খতীব আল বাগদাদীঃ ১১:২৮৫
*(ঘ.) আল মাকাসিদুল হাসানা,ইমাম সাখাভীঃ পৃষ্ঠা ৩৮১
★৬. প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন ইসমাইল সানআনি আলাইহির রাহমাহ বলেন-
فأولاد علي من فاطمة رضي الله عنها أولاده – صلى الله عليه وسلم – حقيقة خاصة من الله له وقد عدها أهل الفقه والحديث من خواصه – صلى الله عليه وسلم – وهم أولاد علي أيضًا فإنهم عصبتان حينئذ وهذه فضيلة لعلي وفاطمة لا تغادر قدرها
অর্থাৎঃ “হযরত ফাতেমা (রাঃ) এঁর সূত্রে মাওলা আলী (রাঃ) এঁর সন্তানগণ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর প্রকৃত আওলাদ,যা আল্লাহর পক্ষ থেকে তাঁর জন্য খাস।এটাকে ফকীহ ও মুহাদ্দিসগণ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ঠ্য হিসেবে গণ্য করেছেন।আর তাঁরা হযরত আলী (রাঃ)’রও সন্তান।কেননা তাঁরা রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মাওলা আলী (রাঃ) উভয়ের উত্তর পুরুষ। এটি হল হযরত মা ফাতেমা (রাঃ) ও মাওলা আলী (রাঃ) এঁর মর্যাদা,যা তাঁদের জন্যই নির্ধারিত।”
[সূত্রঃ মুহাম্মদ বিন ইসমাইল সানআনি, আত-তায়সীর শরহুল জামিইস সগীর,মাকতাবাতু দারিস সালাম, রিয়াদ,১ম সংস্করণ,১৪৩২ হিঃ,৩য় খন্ড,পৃঃ ২৯৩,হা/নং ১৭১১]
★৭. আরেক বর্ণনায় রয়েছে
أخرج الطبراني عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول اللهﷺ كل سبب ونسب منقطع يوم القيامة، إلا سببی ونسبی۔
ইমাম তাবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه)র সূত্রে বর্ণনা করেন,তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, “কিয়ামতের দিন প্রত্যেক উপায় ও বংশীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে,শুধু আমার উপায় (উসিলা) ও বংশীয় সম্পর্ক ব্যতিত”।
*******দলিল*******
*১.মাজমাউয যাওয়ায়েদ,ইমাম হাইছামীঃ ৯:১৭৩
*২.আল মু'জামুল কাবীর,ইমাম তাবরানীঃ ২:২৭ (৩৩) (মসুরা ইবনে মাখমা এর সূত্রে)।
*৩. আল মু'জামুল আওসাতঃ ৬:২৮২ (৫৬০২)।
*৪. আস সুনানুল বায়হাক্বীঃ ৭:১০২ (২৩২৯৪)/ ১৮৫ (১৩৬৬০)।
★৮. অপর বর্ণনায় রয়েছে
أخرج ابن عساكر في تاريخه عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول اللهﷺ كل نسب وصهر منقطع يوم القيامة، إلا نسبی وصهری؛
ইবনে আসাকির তার ‘তারীখ’ এ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) এর সূত্রে বর্ণনা করেন,তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, “প্রত্যেক বংশীয় ও বৈবাহিক সূত্রের আত্মীয়তা কিয়ামতের দিন বিচ্ছিন্ন হয়ে যাবে,শুধু আমার বংশীয় ও বৈবাহিক সূত্রের আত্মীয়তা ব্যতিত। অর্থাৎ, কিয়ামতের দিন আমার কোন আত্মীয়তাই নষ্ট হবেনা।"
*******দলিল*******
*১.আল মু'জামুল কাবীর,তাবরানীঃ ৩:৪৫ (২৬৩৪)।
*২. আল ফাওয়ায়েদ,তাম্মাম রাজী, ২:৩৩৩ (১৬০৩)।
*৩. আস সুনানুল কুবরাঃ ৭:১০২ (১৩৩৯৫/১৩৩৯৬) মােসাওয়ার ইবনে মাখরামা (رضي الله عنه) এর হাদিস থেকে।
★৯. অন্য বর্ননাতে এসেছে।প্রিয় নবীজি থেকে: হযরত ওমর ইবনুল খাত্তাব (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,আমি রাসূলে আকরাম (ﷺ) কে বলতে শুনেছি: কিয়ামত দিবসে আঁমার বংশধারা ব্যতীত সকল বংশীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।প্রত্যেক সন্তান তার পিতার দিকে সম্পর্কিত হবে কিন্তু ফাতিমার সন্তানেরা ছাড়া।কেননা,তাদের পিতাও আঁমি আর তাদের বংশধারাও আমি।
[হায়ছমি,মাজমাউজ জাওয়ায়েদঃ ৪:২২৪,তাররাণি, আল মুজামুল কবিরঃ ৩:৪৪,হা/নং ২৬৩১।শাওকানি, নাইলুল আওতার, ৬:১৩৯]
★১০. হযরত জাবের (রাঃ) আনাস বিন মালেককে বললেন,“একদিন রাসুলে খোদা ﷺ কিছু সাহাবাদের নিয়ে মসজিদে উপবিষ্ট ছিলেন।তখন রাসুলে খোদা ﷺ আমাকে বললেনঃ হে জাবের যাও হাসান ও হোসাইনকে আঁমার নিকট নিয়ে আস।জাবের বললেনঃ পয়গাম্বার ﷺ ঐ দু’জনকে খুব ভালবাসেন, আমিও গিয়েছিলাম ঐ দু’জনকে আনতে। পথিমধ্যে কখনও একজনকে কখনও অন্যজনকে কোলে করে পয়গাম্বার ﷺ এঁর নিকট পৌঁছালাম।পয়গাম্বার ﷺ ওদের দু’জনের প্রতি আমার ভালবাসা ও মমতা দেখতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করলেন হে জাবের! ঐ দু’জনকে তুমি ভালবাস কি?
*আমি বললামঃ আমার বাবা ও মা আঁপনার জন্য উৎসর্গ হোক।কেন ওদেরকে ভালবাসব না? আঁপনার নিকট তাঁদের মর্যাদা সম্পর্কে আমি অবগত।অতঃপর পয়গাম্বার ইমাম হাসান ও ইমাম হোসাইন (আঃ) এঁর ফজিলত ও মহত্ত্ব সম্পর্কে বক্তব্য দেন এবং পরিশেষে ইমাম মেহেদী (আঃ) এঁর পবিত্র আগমন ইমাম হোসাইন (আঃ) এর বংশ থেকে ঘটবে তা উল্লেখ করেন।
রাসুলে খোদা ﷺ তাঁর অব্যাহত বক্তৃতায় বলেনঃ তাঁদের ফজিলত সম্পর্কে কি তোমাকে বলবো? আমি বললামঃ হ্যাঁ,আমার পিতা ও মাতা আঁপনার জন্য উৎসর্গ হোক।পয়গাম্বার ﷺ বললেনঃ মহান আল্লাহ তায়ালা আঁমাকে সৃষ্টি করতে যখন মনস্থ করলেন; আঁমাকে একটি শুভ্র রঙ্গের শুক্রের আকৃতিতে সৃষ্টি করলেন এবং আঁমার আদি পিতা আদম (আঃ) এর অস্থির মধ্য তার প্রবেশ ঘটালেন; এমনিভাবে আঁমাকে পবিত্র অস্থি থেকে পবিত্র গর্ভে স্থানান্তরিত করতেন, তার ধারাবাহিকতা হিসেবে হযরত নুহ,হযরত ইব্রাহীম ও হযরত আব্দুল মোতালেব এর নিকট স্থানান্তরিত হল।কখনও অজ্ঞতার কলুষতা আমার নিকট পৌঁছাইনি সর্বশেষ ঐ শ্বেত শুক্র দুইভাগে বিভক্ত হলো।এক ভাগ আঁমার বাবা আব্দুল্লাহ ও অন্য ভাগ আঁমার চাচা আবু তালেবর অভ্যন্তরে প্রবেশ ঘটলো।আব্দুল্লাহ ঐ পবিত্র ও নুরানী শুক্র থেকে আঁমাকে জন্ম দিয়েছেন।আর আঁমি হলাম আঁমার খোদার সর্বশেষ প্রেরিত রাসুল, আর নবুওয়াত আঁমার ঊপর সমাপ্ত হয়েছে।আর আবু তালেব থেকে আলীর জন্ম হয়।যিঁনি সর্বশেষ পয়গাম্বরের ওসী বা ঊত্তরসূরী।আঁমার ও আলীর শুক্রের সংমিশ্রনের মাধ্যমে দু’জন সুন্দর ফুটফুটে সন্তান হাসান ও হোসাইনের আগমন ঘটে। যারা আল্লহর পয়গাম্বারের সর্বশেষ বংশধর আর আল্লাহ তায়ালা আঁমার বংশধর ঐ দু’জন থেকে অব্যাহত রেখেছে।
*অতঃপর পয়গাম্বার ﷺ হোসাইন (আঃ) এর দিকে ইঙ্গিত করে বললেনঃ আঁমার সর্বশেষ উত্তরসূরী যিনি পূর্ণ বিজয়ের মাধ্যমে কাফেরদের সকল শহর জয় করবেন এবং অন্যায় ও অত্যাচারে ভরপূর জমিনকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন।তিনি হবেন তাঁর বংশ হতে।আঁমার এই দু’সন্তান হাসানাইন পাক পবিত্র ও বেহেস্তের যুবকদের সর্দার। সৌভাগ্যবান তারাই যারা এ দুজন ও তাঁদের পিতামাতাদেরকে ভালবাসবে। আর দুর্ভাগ্য তাদের যারা এদুজন ও তাদের পিতা মাতাদের সাথে শত্রুতা করবে।
[সুত্রঃ ভিজেগীহয়ে পয়গাম্বার আযম (ﷺ) আল খাসায়েসুন নাবুওয়াহ) অনুবাদঃ মোঃ শহীদুল হক]
★১১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
أَنَا وَ عَلِيٌّ مِنْ شَجَرَةٍ وَاحِدَةٍ، وَ النَّاسُ مِنْ أشْجَارٍ شَتَّي.
আঁমি আর আলী (رضي الله عنه) একই বৃক্ষ থেকে,আর অন্যেরা (মানুষ) বিভিন্ন বৃক্ষ থেকে।
*******দলিল*******
*(ক.) আল মানাকিব-ইবনে মাগাযেলী:৪০০/৫৩
*(খ.) কানযুল উম্মালঃ ১১:৬০৮/৩২৯৪৩
*(গ.) আল ফেরদৌসঃ ১:৪৪/১০৯
*(ঘ.) মাজমাউয যাওয়ায়েদঃ ৯:১০০
⏬
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
لِكُلِّ نَبِيٍّ وَصِيٌّ وَ وَارِثٌ، وَ إَِنَّ عَلِيّاً وَصِيِّي وَ وَارِثِي.
প্রত্যেক নবীর ওয়াসী এবং উত্তরসূরি থাকে।আর আঁমার ওয়াসী এবং উত্তরসূরি হলো আলী (رضي الله عنه)।
*******দলিল*******
*(ক.) আর রিয়াদুন নাদরাহঃ ৩:১৩৮
*(খ.) আল ফেরদৌসঃ ৩:৩৩৬/৫০০৯
*(গ.) ইমাম আলী (رضي الله عنه)-ইবনে আসাকিরঃ ৩: ৫/১০৩০-১০৩১
⏬
রাসূলুল্লাহ (ﷺ) হযরত ফাতিমাকে বলেনঃ
وَصِيِّي خَيْرُ الْأَوْصِيَاءِ، وَ أَحَبُّهُمْ إِلَي اللهِ عَزَّ وَجَلَّ وَ هُوَ بَعْلُكَ.
ওয়াসিগণের মধ্যে আঁমার ওয়াসীই সর্বোত্তম এবং আল্লাহর নিকটে তাদের মধ্যে সবচেয়ে প্রিয়তম।আর সে হলো তোমার স্বামী।
*****দলিল******
*(ক.) মাজমাউয যাওয়ায়েদঃ ৯:১৬৫
*(খ.) যাখায়িরুল উকবাঃ ১৩৬
★১২. একবার নবীজী (ﷺ) ইমাম হাসান ও ইমাম হোসাইনের পিতা হযরত আলী (رضي الله عنه) কে বললেন,হে আলী (رضي الله عنه), তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট আছে,যা অন্য কারো মধ্যে নেই, এমনকি আঁমার মধ্যেও নেই।হযরত আলী (رضي الله عنه) বললেন,হে আল্লার রাসুল (ﷺ), এ আঁপনি কি বলছেন! এও কি সম্ভব,আঁপনি হলেন,সাইয়্যেদুল মুরসালীন। “নবীজী (ﷺ) মৃদু হেসে তখন বললেন, তোমার বৈশিষ্টগুলি হচ্ছে যেমন তোমার জন্ম পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে হয়েছে,আঁমার হয়নি।তোমার শ্বশুর সাইয়্যেদুল মুরসালীন,আঁমার নয়।তোমার শ্বাশুড়ী হযরত খাদীজাতুল কোবরা সিদ্দীকা,আঁমার নয়।তোমার স্ত্রী হলেন জান্নাতের সম্রাজ্ঞী,আঁমার নয়।তোমার দুই পুত্র,ইমাম হাসান ও ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার,আঁমার নয়। তাই তুমি কত ভাগ্যবান ও মর্যাদাবান। তবে তোমরা সবাই আঁমার হতে আর আমি তোমাদের থেকে।“
*****দলিল******
*(ক.) নবীর (ﷺ) বংশধর (আঞ্জুমানে কাদেরীয়া, চট্রগ্রাম),পৃ-২২।
*(খ.) আরজাহুল মাতালেবঃ পৃ-৪১২
*(গ.) ইয়া নাবিউল মুয়াদ্দাতঃ পৃ-৪৬
*(ঘ.) শাওয়াহেদুত তানযিলঃ ১ম খন্ড,পৃঃ ৪১৪
*(ঙ.) নুরুল আবসারঃ পৃ-১০২
*(চ.) আর রিয়াদুন নাদরাহঃ ৩য় খন্ড,পৃঃ ১৭২।
★১৩. হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) সর্বোত্তম বংশের অধিকারী: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,রাসূলে আকরাম (ﷺ) ইরশাদ করেন: হে লোকেরা আঁমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে অবহিত করবো না যারা নানা-নানীর দিক দিয়ে সকলের চেয়ে উত্তম? আঁমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো না, যারা চাচা ও ফুফুর দিক দিয়ে সকলের চেয়ে উত্তম? আঁমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো না,যারা পিতা-মাতার দিক দিয়ে সকলের চেয়ে উত্তম? তারা হলো,হাসান ও হোসাইন। তাদের নানা আল্লাহর রাসূল,তাদের নানী খাদিজা বিনতে খুয়াইলিদ।তাদের মাতা আল্লাহর রাসূলের কন্যা ফাতিমা।তাদের পিতা আলী ইবনু আবি তালিব।তাদের মামা আল্লাহর রাসূলের পুত্র কাসিম এবং তাদের খালা রাসূলুল্লাহ’র কন্যাগণ যয়নব,রোকেয়া ও উম্মে কুলসুম।তাদের নানা,পিতা,মাতা,চাচা,ফুফু,মামা ও খালা সকলেই জান্নাতে থাকবে এবং এরা দুই জনও থাকবে জান্নাতে।
[তাবরাণি,আল মুজামুল কবিরঃ ৩:৬৬,হা/ নং ২৬৮২,ইবনে আসাকির,তারিখে দামিশ্কিল কবিরঃ ১৩:২২৯,হায়ছমি, মাজমাউজ জাওয়ায়েদঃ ৯:১৮৪]
★১৪. ড: আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলায়হি বলেন,‘‘সিরের ইবরাহীম ইসমাঈল বুয়দ ইয়া’নি ইসমাঈল রা তাফসীলে বুয়দ।’’
অর্থাৎ ইবরাহীম আলায়হিস্ সালাম এবং হযরত ইসমাঈল আলায়হিস্ সালাম-এঁর সেই কোরবানির ঘটনা ছিল এক গূঢ় রহস্য,আর তার প্রাকটিক্যাল নমুনা হলো কারবালার যমীনে ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদাত।হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া সাল্লাম-এঁর ওফাত শরীফের পর শেরে খোদা হযরত আলী ও নবী দুলালী মা ফাতেমা রাদ্বিয়াল্লাহু আনহা-এঁর বংশ অব্যাহত থাকে।সেই শাহাদাত সংঘটিত হওয়ার সময় যাকে যবেহ ইসমাঈল প্রতিপাদ্য করা হয়েছে।অর্থাৎ কারবালার ময়দানের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া সাল্লাম-এঁর পরিবারের পবিত্র রক্তে রঞ্জিত এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আর আহলে বাইত তথা আউলাদে রাসূলগণকে আল্লাহ্ তা‘আলা যে মর্যাদা দান করেছেন তা সাধারণ মুমিন মুসলমানদের দেয়া হয়নি।কারণ তাঁরা আল্লাহর রাসূলের বংশধর।ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুমাকে আল্লাহর রাসূল নিঁজের পুত্রের মত ভালোবাসতেন।হাদীসে পাকে এসেছে- হযরত আবদুল্লাহ্ ইবনে মাস‘ঊদ হতে বর্ণিত,তিনি বলেন আমি দেখেছি,নবী করিম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইমাম হাসান ও ইমাম হোসাইনের হাত ধরে বলেছেন-এঁরা আঁমার সন্তান।
[দায়লামী আল্ ফিরদাউস বিমা’ সূরিল খিতাব- ৪/৩৩৬,হাদীস ৫৯৭৩]
★১৫. হাসান ও হোসাইন আহলে বাইত:
হযরত উম্মে সালামা (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,রাসূলে আকরাম (ﷺ) ফাতিমা,হাসান ও হোসাইনকে একত্রিত করে তাদেরকে স্বীয় চাদরের ভেতরে ঢুকিয়ে বললেন: হে আল্লাহ! এরা আঁমার আহলে বাইত।
******দলিল******
*(ক.) হাকেম,আল মুস্তাদরাকঃ ৩:১৮০, হা/নং ৪৭০৫
*(খ.) তাররাণি,আল মুজামুল কবিরঃ
৩:৫৩,হা/নং ২৬৬৩
*(গ.) তাবারি,জামেউল কুরআন ফি তাফসিরুল কুরআনঃ ২২:৮
*(ঘ.) ইবনে কাসির,তাফসিরুল কুরআনিল আজিমঃ ৪:৪৮৬
⏬
রাসূলে আকরাম (ﷺ)’র পালিত হযরত ওমর ইবনে আবু সালাম থেকে বর্ণিত। তিনি বলেন, যখন হযরত উম্মে সালমা (رضي الله عنه)র ঘরে নবীজির উপর এ আয়াত....নাজিল হলো তখন তিনি ফাতিমা ও হাসনাইন করিমাইনকে ডাকলেন এবং তাদেরকে একটি চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত আলী তাঁর পেছনে ছিলেন। তিনি তাকেও চাদরে জড়িয়ে নিলেন। অতঃপর বললেন, হে আল্লাহ! এরা আমার আহলে বাইত। সুতরাং তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করো এবং তাদেরকে পূত-পবিত্র করো।
[তিরমিযি,৫:৩৫১,জামেউল বয়ান, ২২:৮।]
★১৬. হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) প্রিয় নবীর বৈশিষ্ট্যসমূহের ওয়ারিছ:
হযরত সৈয়দা ফাতিমা (رضي الله عنه) থেকে বর্ণিত।তিঁনি স্বীয় পিতা রাসূলে আকরাম (ﷺ)’র বেসালপূর্ব অসুস্থাবস্থায় হাসান ও হোসাইনকে তার কাছে নিয়ে আসলেন।অতঃপর তিুনি আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ! এদের দু’জনকে আঁপনার উত্তরাধিকার থেকে কিছু দান করুন।তিঁনি ইরশাদ করেন: হাসান আঁমার ভীতিসঞ্চারক ও নেতৃত্ব এ দুটির ওয়ারিশ; আর হোসাইন আঁমার ধৈর্য ও দানশীলতা এ দুটির ওয়ারিশ।
[আল মুজামুল কবিরঃ ২২:৪২৩,আল আহাদ ওয়াল মাসানিঃ ১:২৯৯]
★১৭. প্রিয় নবী (ﷺ) নিজেই তাঁদের নাম রেখেছেন: হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত।তিঁনি বলেন,যখন হযরত ফাতিমার ঘরে হাসানের জন্ম হলো তখন রাসূলে আকরাম (ﷺ) আগমন করলেন অতঃপর বললেন: আঁমাকে আঁমার সন্তান আঁমাকে দেখাও; তোঁমরা তাঁর কি নাম রেখেছো? আঁমি বললাম,আঁমি তার নাম রেখেছি হারব।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না; বরং সে হবে হাসান।অতঃপর যখন হোসাইনের জন্ম হলো তখন প্রিয় নবী আগমন করলেন আর বললেন: আঁমাকে আঁমার সন্তান আঁমাকে দেখাও; তোমরা তার কি নাম রেখেছো? আমি বললাম, আমি তার নাম রেখেছি হারব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না; বরং সে হবে হোসাইন। অতঃপর তৃতীয় সন্তান জন্মগ্রহণ করলো তখন তখন প্রিয় নবী আগমন করলেন আর বললেন: আমাকে আমার সন্তান আমাকে দেখাও; তোমরা তার কি নাম রেখেছো? আমি বললাম, আমি তার নাম রেখেছি হারব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না; বরং তার নাম মুহসিন। অতঃপর ইরশাদ করলেন: আমি তাদের নাম হারুন আলায়হিস সালামের সন্তান শাব্বার, শাব্বির ও মুশাব্বার-এর নামের ওপর রেখেছি।আরবি ভাষায় এ তিনটি নাম হলো-হাসান,হোসাইন ও মুহসিন।
[হাকেম,আল মুস্তাদরাকঃ ৩:১৮০, হা/নং ৪৭৭৩, আহমদ বিন হাম্বল,আল মুসনাদ, ১:১১৮, হা/নং ৯৩৫]
★১৮. হযরত উম্মুল ফযল বিনতে হারেস (রাঃ) হতে বর্ণীত,একদা তিনি রাসুল ﷺ এঁর নিকট গিয়ে বললেন, ইয়া রাসুলুল্লাহ! ﷺ আজ রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি।তিনি বললেন,সে স্বপ্ন টা কি ? উম্মুল ফযল বললেন,আমি দেখেছি, আঁপনার দেহ মোবারক হতে যেন এক টুকরা গোশত কর্তন করা হয়েছে এবং উহা আমার কোলে রাখা হয়েছে।তখন রাসুলুল্লাহ ﷺ বললেনঃ তুমি খুব উত্তম এবং চমৎকার স্বপ্নই দেখেছ।ইন্ শা আল্লাহ্ আঁমার কন্যা ফাতেমা একটি ছেলে সন্তান প্রসব করবে,যা তোমার কোলেই রাখা হবে।সুতরাং কিছুদিন পর ফাতেমার গর্ভে হোসাইন (আঃ) এঁর জন্ম গ্রহন করলেন এবং তাকে আমার কোলেই রাখা হলো,যেমনটি রাসুল ﷺ বলেছিলেন।
[মেশকাত,হাদিস নং ৫৯২০]
★১৯. হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) জান্নাতি নাম সমূহের দু’টি নাম:
হযরত ইমরান বিন সুলাইমান (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,হাসান ও হোসাইন জান্নাতিদের নামসমূহের দুটি নাম।যে দুটি নাম জাহেলি যুগে কারো নাম হিসেবে রাখা হয় নি।
[ইবনে হাজর মক্কি,আস সাওয়ায়েকুল মুহরাকাঃ ১৯২,ইবনে আসির,উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবাঃ ২: ২৫]
★২০. নবীজি হাসান ও হোসাইনের কানে আযান দিয়েছেন: হযরত আবু রাফে (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,যখন হাসান ও হোসাইন জম্মগ্রহণ করলেন তখন রাসূলে আকরাম (ﷺ) স্বয়ং তাদের উভয়ের কানে আযান দিয়েছেন।
[তাবরানী,আল মুজামুল কবির-১:৩১৫, হা/নং ৯৩১,হায়ছমি,মাজমাউজ জাওয়ায়েদঃ ৪:৬০]
★২১. প্রিয় নবীজি (ﷺ) হাসান ও হোসাইনের (رضي الله عنه) আকিকা করেছেন: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে আকরাম (ﷺ) হাসান ও হোসাইনের পক্ষ থেকে আকিকার মধ্যে প্রত্যেকের জন্য দুটি করে দুম্বা যবেহ করেছেন।
[নাসাই,হা/নং ৪২১৯,শরহে মুয়াত্তা:৩:১৩০]
★২২. হাসান ও হোসাইন প্রিয় নবী (ﷺ) এঁর সন্তান: হযরত ফাতিমা (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,রাসূলে আকরাম (ﷺ) আঁমার ঘরে আগমন করলেন আর বললেন,আমার সন্তানরা কোথায়? আমি বললাম,আলী তাদেরকে সাথে নিয়ে গেছেন।নবীজি তাদের সন্ধানে বের হলেন। আর তাদেরকে পানি পান করার একটি স্থানে খেলারত অবস্থায় পেলেন। আর তাদের সম্মুখে কিছু অবশিষ্ট খেজুর দেখতে পেলেন।অতঃপর তিঁনি বললেন: আলী খেয়াল রেখো! আঁমার সন্তানদেরকে গরম শুরু হওয়ার আগেই ফিরিয়ে নিয়ে এসো।
[হাকেম,আল মুস্তাদরাকঃ ৩:১৮০,হা/নং ৪৭৭৪, দুলাবি,আয যুররিয়্যাতুত তাহিরা: ১:১০৪,হা/নং ১৯৩]
★২৩. আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হয়েছিল আঁপনার আহলে বায়েত (পরিবারের) এর মধ্যে আঁপনার নিকট সবচেয়ে প্রিয় কে? তিনি বলেন: হাসান ও হুসাইন।আনাস (রাঃ) বলেন : তিনি ফাতিমা (রাঃ) কে বলতেন আঁমার দু'সন্তানকে ডাক।এরপর তিনি তাঁদের উভয়কে নাকে শুকতেন ও বুকে চেপে ধরতেন।
[তিরমিজি শরীফ,ষষ্ঠ খণ্ড,হাদিস নং ৩৭৭২]
⏺ইমাম হাসান ও ইমাম হুসাইন (عليه السلام) এঁর গুরুত্ব/ফজিলত-৩য় পর্ব
★২৪. হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه)-এঁর সাথে প্রিয় নবীর সাদৃশ্য:
ﻋﻦ ﻋﻠﻰ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﺍﻟﺤﺴﻦ ﺍﺷﺒﻪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎ ﺑﻴﻦ ﺍﻟﺼﺪﺭ ﺍﻟﻰ ﺍﻟﺮﺃﺱ ﻭﺍﻟﺤﺴﻴﻦ ﺍﺷﺒﻪ ﺍﻟﻨﺒﻴﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎ ﻛﺎﻥ ﺍﺳﻔﻞ ﻣﻦ ﺫﻟﻚ .
হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,হজরত হাসান হলেন (চেহারা- আকৃতি-অবয়বে) রাসূলে আকরাম (ﷺ)’র বক্ষ হতে মাথা মুবারক পর্যন্ত অংশের সাথে সাদৃশ্যপূর্ণ।আর হজরত হোসাইন (رضي الله عنه) রাসূলে আকরাম (ﷺ)’র শরীর মুবারকের অবশিষ্ট নিচের অংশের (বক্ষ মুবারক হতে নীচ পর্যন্ত) সাথে সাদৃশ্যপূর্ণ।
[তিরমিযি হা/নং ৫৭৭৯,আহমদ,মুসনাদঃ ১:৯৯]
✌তাবরানী শরীফের এক হাদীসে পাকে রয়েছে- হযরত মাওলা আলী শেরে খোদা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,তিনি বলেন হযরত ইমাম হাসান রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বক্ষ থেকে মাথা মুবারক পর্যন্ত,আর ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু ছিলেন বক্ষ থেকে পা মুবারক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া সাল্লাম-এঁর পুরোপুরি সদৃশ।
[আল্ মুজামুল কবির: ৩/২৯ হা/২৫৭]
🌺ইমাম হাসান ও হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমার সাদৃশ্য হাদীসে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া সাল্লাম-এঁর সঙ্গে।হযরত আনাস ইবনে মালেক রাদ্বিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত,তাঁরা সবচেয়ে বেশী সদৃশ ছিলেন।
[আসকালানী,আল্ ইসাবা ফি তাময়িজিস সাহাবা: ২/৭৭,হা/নং ১৭২৬]
🏵আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন: আহলে বায়েতর মাঝে হুসাইন ইবনে আলী (রাঃ) অপেক্ষা রাসুলুল্লাহর (ﷺ) অধিক সদৃশ আর কেউ নেই।
[তিরমিজি শরীফ: ষষ্ঠ খন্ড,হা/নং ৩৭৭৬]
🌺৩৭৭৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمْ يَكُنْ مِنْهُمْ أَحَدٌ أَشْبَهَ بِرَسُولِ اللَّهِ مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, লোকদের মাঝে দৈহিক কাঠামোয় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এঁর সঙ্গে আল-হাসান ইবনু ‘আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না।
[সহীহ; বুখারী।আবু 'ঈসা বলেন,এ হাদীসটি হাসান সহীহ।হাদিসের মানঃ সহিহ হাদিস]
💟৩৭৭৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ الزُّبَيْرِ .
আবূ জুহাইফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি দেখেছি।আল-হাসান ইবনু ‘আলী ছিলেন (দৈহিক কাঠামোয়) তাঁর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
[সহীহঃ বুখারী ও মুসলিম।পূর্বে (২৬৭৬) নং হাদীস বর্ণিত হয়েছে।]
★আবূ 'ঈসা বলেন,এ হাদীসটি হাসান সহীহ।এ অনুচ্ছেদে আবু বাক্র আস-সিদ্দীক্ব,ইবনু ‘আব্বাস ও ইবনুয যুবাইর (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।হাদিসের মানঃ সহিহ হাদিস।
★২৫. হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) দুনিয়ার বাগানের ফুল:
হযরত আবদুর রহমান ইবনে আবু নুআম (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন, একজন ইরাকি লোক হযরত আবদুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) কে জিজ্ঞাসা করেন,কাপড়ের উপর মশার রক্ত লাগলে তার বিধান কি? হযরত ইবনে ওমর বললেন,এর দিকে দেখো! মশার রক্তের মাসআলা জিজ্ঞাসা করছে অথচ এরাই রাসূলে আকরাম (ﷺ)’র সন্তান (হোসাইন) কে শহীদ করেছে।আর আমি রাসূলে আকরাম (ﷺ) বলতে শুনেছি: হাসান ও হোসাইন দুনিয়ায় আঁমার বাগানের দু’টি ফুল।
[বুখারি:হা/নং ৫৬৪৮,তিরমিযি: হা/নং ৩৭৭০,নাসাই হা/নং ৮৫৩০]
⏺৩৭৭০
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ الْعِرَاقِ سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ دَمِ الْبَعُوضِ يُصِيبُ الثَّوْبَ فَقَالَ ابْنُ عُمَرَ انْظُرُوا إِلَى هَذَا يَسْأَلُ عَنْ دَمِ الْبَعُوضِ وَقَدْ قَتَلُوا ابْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ هُمَا رَيْحَانَتَاىَ مِنَ الدُّنْيَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَمَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .
আবদুর রহমান ইবনু আবী নু'ম (রহ:) থেকে বর্ণিতঃ এক ইরাকবাসী মাছির রক্ত কাপড়ে লাগলে তার বিধান প্রসঙ্গে ইবনু 'উমার (রাঃ)–এর কাছে জানতে চায়। ইবনু 'উমার (রাঃ) বললেন, তোমরা তার প্রতি লক্ষ্য কর, সে মাছির রক্ত প্রসঙ্গে প্রশ্ন করছে।অথচ তারাই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এঁর পুত্রকে (নাতি হুসাইন) হত্যা করেছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি বলতে শুনেছিঃ আল-হাসান ও আল-হুসাইন দু’জন এই পৃথিবীতে আমার দু’টি সুগন্ধময় ফুল।
[সহীহ; মিশকাত (৬১৫৫),সহীহ (৫৬৪), বুখারী সংক্ষিপ্তভাবে।]
★আবূ 'ঈসা বলেন,এ হাদীসটি সহীহ।শু’বাহ (রহঃ) এ হাদীস মাহদী ইবনু মাইমূন হতে,তিনি মুহাম্মাদ ইবনু আবী ইয়া‘কূবের সনদে রিওয়ায়াত করেছেন।আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর বরাতেও নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে একই রকম হাদীস বর্ণিত আছে।
[হাদিসের মানঃ সহিহ হাদিস]
✊ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ “ হাসান ও হুসাইন হলেন দুনিয়ায় আঁমার দু'টি পুষ্প।”
[তিরমিজি শরীফ,ষষ্ঠ খন্ড,হাদিস নং ৩৭৭০]
💠হাসান ও হােসাইন (رضي الله عنه) দুনিয়ায় আমার দু’টি ফুল।”
[সহীহ বুখারী,কিতাবু ফাযায়ীলে আসহাবে নবী,বাব মানাকিবে হাসান ওয়া হােসাইন,২য় খন্ড,৫৪৭ পৃষ্ঠা,হাদীস- ৩৭৫৩]
⏩হাদিস শরীফে ইরশাদ হয়েছে
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻥ ﺍﻟﺤﺴﻦ ﻭﺍﻟﺤﺴﻴﻦ ﻫﻤﺎ ﺭﻳﺤﺎﻧﻰ ﻣﻦ ﺍﻟﺪﻧﻴﺎ .
অর্থ: "হযরত ইবনে উমর (رضي الله عنه) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, হযরত হাসান (رضي الله عنه) এবং হযরত হুসাইন (رضي الله عنه) তাঁরা দু’জনেই দুনিয়াতে আমার দু’টি ফুলস্বরূপ।[তিরমিযী শরীফ]
👆মহানবী প্রায়ই ইমাম হাসান ও ইমাম হোসাইনকে বুকে টেনে নিয়ে বলতেন, “সন্তান সুগন্ধি ফুলের মত; হাসান ও হোসাইন আমার দু’টি সুগন্ধি ফুল।তাই এ দু’জনের সুঘ্রাণ গ্রহণ করি।”
আবু আইয়ুব আনসারী (রাঃ) বলেন,“একদিন মহানবীর কাছে গেলাম।হাসান ও হোসাইন তাঁর বগলের নীচে ছিল এবং খেলা করছিল।মহানবীকে বললাম, “আঁপনি কি এ দু’জনকে ভালবাসেন?” তিনি বললেন,“কিভাবে এ দু’জনকে না ভালবেসে থাকতে পারি আর এরাই তো এ পৃথিবীর বুকে আঁমার সুগন্ধি ফুল! আর আঁমি এ দু’জনের সুঘ্রাণ নিয়ে থাকি।”
[উসদুল গাবাহ্: ২য় খণ্ড,পৃঃ ১৮]
🔘মহানবী (ﷺ) ইমাম হাসান ও ইমাম হোসাইনকে সর্বদা চুমো দিতেন এবং তাঁদের শরীরের ঘ্রাণ নিতেন মহানবী (ﷺ) ইমাম হোসাইনকে অত্যন্ত ভালবাসতেন এবং স্নেহ করতেন।আর এ ভালবাসা,স্নেহ ও মমতা প্রকাশ করার জন্য তিনি হোসাইনকে চুমো দিতেন এবং এভাবে তিনি আত্মিক প্রশান্তি লাভ করতেন।মহানবী প্রায়ই হযরত ফাতেমাকে বলতেন,“আমার দৌহিত্রদ্বয়কে ডেকে আন,আমি তাদেরকে জাড়িয়ে ধরে তাদের শরীরের ঘ্রাণ নেব।”
কখনো কখনো হোসাইন মহানবীর কাছে আসতেন।তখন তিনি হযরত আলীকে বলতেন,“হে আলী,ওকে ধরো এবং আমার কাছে নিয়ে এসো।”হযরত আলী হোসাইনকে ধরে মহানবীর কাছে নিয়ে আসতেন এবং মহানবী তাঁকে ধরে চুমো খেতেন।শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও মহানবী (ﷺ) ইমাম ভ্রাতৃদ্বয়কে বুকে জড়িয়ে চুমো দিয়েছিলেন এবং তাঁদের শরীরের ঘ্রাণ নিয়েছিলেন।আর এ সময় তাঁর দু’চোখ বেয়ে অশ্রু ঝরছিল।
[আল-খাওয়ারিয্মী প্রণীত মাকতালুল হোসাইন,১ম খণ্ড,পৃঃ ১০২]
★কী হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল তখন!!!
💟জান্নাতী যুবক-যুবতীদের অবিভাবক ও সর্দার:
★২৬. হাদীস শরীফে আরো বর্নিত আছে-
عن حضرت ابي سعيد رضي الله تعالي عنه قال رسول الله صلي الله عليه و سلم الحسن عليه السلام و الحسين عليه السلام و الحسسين عليه السلام سيدا شباب اهل الجنة
অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু হতে বলেন,হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন,হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ও ইমাম হুসাইন আলাইহিস সালাম উনারা দু’জনেই জান্নাতী যুবকগনের সাইয়্যিদ।”
[তিরমীযি শরীফ,আহলে বাইত শরীফ উঁনাদের ফযীলত অধ্যায়]
⏬
আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺ বলেছেন: হাসান ও হুসাইন হল জান্নাতের যুবকদের সরদার।
[তিরমিজি শরীফঃ ষষ্ঠ খণ্ড,হাদিস নং-৩৭৬৮,(ইসঃফাঃ)]
🌀অনুচ্ছেদঃ আল-হাসান ইবনু 'আলী এবং আল-হুসাইন ইবনু 'আলী ইবনু আবী ত্বালীব (রাঃ)-এঁর মর্যাদা
৩৭৬৮।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ " .
আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল-হাসান ও আল-হুসাইন (রাঃ) প্রত্যেকেই জান্নাতী যুবকদের সরদার।
সহীহঃ সহীহাহ্ (৭৯৬)
★সুফ্ইয়ান ইবনু ওয়াকী’-জারীর ও মুহাম্মাদ ইবনু ফুযাইল হতে, তিনি ইয়াযীদ (রহঃ) হতে এই সনদে একই রকম বর্ণনা করেছেন। আবু 'ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ। ইবনু আবী নু‘ম হলেন ‘আব্দুর রহমান ইবনু আবী নু’ম আল-বাজালী,কূফার অধিবাসী।তার উপনাম আবুল হাকাম।
হাদিসের মানঃ সহিহ হাদিস
🌺৩৭৮১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ سَأَلَتْنِي أُمِّي مَتَى عَهْدُكَ - تَعْنِي - بِالنَّبِيِّ صلى الله عليه وسلم . فَقُلْتُ مَا لِي بِهِ عَهْدٌ مُنْذُ كَذَا وَكَذَا . فَنَالَتْ مِنِّي فَقُلْتُ لَهَا دَعِينِي آتِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَأُصَلِّيَ مَعَهُ الْمَغْرِبَ وَأَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لِي وَلَكِ . فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَصَلَّيْتُ مَعَهُ الْمَغْرِبَ فَصَلَّى حَتَّى صَلَّى الْعِشَاءَ ثُمَّ انْفَتَلَ فَتَبِعْتُهُ فَسَمِعَ صَوْتِي فَقَالَ " مَنْ هَذَا حُذَيْفَةُ " . قُلْتُ نَعَمْ . قَالَ " مَا حَاجَتُكَ غَفَرَ اللَّهُ لَكَ وَلأُمِّكَ " . قَالَ " إِنَّ هَذَا مَلَكٌ لَمْ يَنْزِلِ الأَرْضَ قَطُّ قَبْلَ هَذِهِ اللَّيْلَةِ اسْتَأْذَنَ رَبَّهُ أَنْ يُسَلِّمَ عَلَىَّ وَيُبَشِّرَنِي بِأَنَّ فَاطِمَةَ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ وَأَنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ .
হুযাইফাহ্ (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, আমার মা আমাকে প্রশ্ন করেন,নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এঁর নিকট তুমি কখন যাবে? আমি বললাম, আমি এতদিন হতে তাঁর নিকট উপস্থিত পরিত্যাগ করেছি।এতে তিনি আমার উপর নারাজ হন।আমি তাকে বললাম,নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- এঁর সঙ্গে আমাকে মাগরিবের নামায আদায় করতে ছেড়ে দিন।তাহলে আমি তাঁর কাছে আমার ও আপনার জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করব।অতএব নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এঁর নিকট আমি হাযির হয়ে তাঁর সাথে মাগরিবের নামায আদায় করলাম।তারপর তিনি নফল নামায আদায় করতে থাকলেন,অবশেষে তিনি এশার নামায আদায় করলেন।তারপর তিনি বাড়ির দিকে যাত্রা করলেন এবং আমি তাঁর পিছু পিছু গেলাম।তিনি আমার আওয়াজ শুনতে পেলেন এবং প্রশ্ন করলেন,তুমি কে, হুযাইফাহ্? আমি বললাম, হ্যাঁ।তিনি বললেনঃ তোমার কি দরকার,আল্লাহ্ তা‘আলা তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করুন।তিনি বললেনঃ একজন ফেরেশতা যিনি আজকের এ রাতের আগে কখনও পৃথিবীতে অবতরণ করেননি।তিনি আমাকে সালাম করার জন্য এবং আমার জন্য এ সুখবর বয়ে আনার জন্য আল্লাহ্ তা‘আলার কাছে অনুমতি চেয়েছেনঃ ফাতিমাহ্ জান্নাতের নারীদের নেত্রী এবং হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা।
[সহীহঃ তা‘লীকুর রাগীব (২০৫,২০৬), মিশকাত (২১৬২),সহীহাহ্ (২৭৮৫)]
★আবূ 'ঈসা বলেন,উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব।এ হাদীস আমরা শুধুমাত্র ইসরাঈলের বর্ণনার পরিপ্রেক্ষিতেই জানতে পেরেছি।
[হাদিসের মানঃ সহিহ হাদিস]
⏩হযরত ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) জান্নাতি যুবকদের সর্দার: হযরত হুযাইফা (رضي الله عنه) থেকে বর্ণিত।তিনি বলেন,আমার মাতা আমার কাছে রাসূলে আকরাম (ﷺ)’র খেদমতে আমার হাজির হওয়ার ব্যাপারে জানতে চাইলেন।আমি বললাম, এ ক’দিন থেকে আমি তো হুযুরের খেদমতে হাজির হতে পারি নি।এতে তিঁনি অসন্তুষ্ট হলেন।আমি বললাম,আমাকে অনুমতি দিন, আমি এ ক্ষুণি রাসূলে আকরাম (ﷺ)’র খেদমতে হাজির হবো, তাঁর সাথে মাগরিবের নামায আদায় করবো ও তাঁর কাছে আবেদন করবো যে, আমার ও আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করুন।অতঃপর আমি রাসূলে আকরাম (ﷺ)’র খেদমতে হাজির হলাম এবং তাঁর সাথে মাগরিবের নামায আদায় করলাম।অতঃপর হুযুর নফল আদায় করতে করতে শেষ পর্যন্ত ইশার নামাযও আদায় করলেন।তারপর রাসূলে আকরাম (ﷺ) হুজরা শরিফের দিকে রওনা করলে আমি তাঁর পেছনে চলতে লাগলাম।তিঁনি আমার আওয়াজ শুনে বললেন,কে? হুযাইফা! আমি আরজ করলাম,জি- হাঁ। রাসূলে জিজ্ঞাসা করলেন,তোমার কি প্রয়োজন আছে? আল্লাহ তায়ালা তোমার ও তোমার মাতাকে ক্ষমা করে দিয়েছেন। অতঃপর তিনি বললেন,আঁমার নিকট এক্ষণি একজন ফেরেস্তা এসেছেন।এটি এমন এক ফেরেস্তা যে,ইতিপূর্বে দুনিয়াতে অবতরণ করেন নি; সে স্বীয় রবের নিকট অনুমতি প্রার্থনা করেছে যেন সে আঁমার ওপর সালাম পেশ করে ও আঁমাকে এ সুসংবাদ দেয় যে,ফাতিমা জান্নাতি রমনিদের সর্দার আর হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের সর্দার।
[তিরমিযিঃ ৫:৬৬০,আহমদ,মুসনাদঃ ৫:৩৯১,হাকেম, মুস্তাদরাকঃ ৩:৪৩৯]
★২৭. হাদিস শরীফে ইরশাদ হয়েছে
عن حذيفة رضي الله عنه، قال: قال رسولالله صلى الله عليه وسلم: إن هذا ملك لم ينزل الأرض قط قبل هذه الليلة استأذن ربه أن يسلم عليّ و يبشّرني بأن فاطمة سيدة نساء أهل الجنة، وأن الحسن والحسين سيدا شباب أهل الجنة
হুযাইফাহ (رضي الله عنه) বর্ণনা করেন যে, মহানবী (ﷺ) বলেছেন, “এমন এক ফেরেশতা আছেন যিনি আজ রাতের আগে কখনও পৃথিবীতে নেমে আসেননি, তাঁর পালনকর্তার কাছে আমাকে সালাম এবং সুসংবাদ দেওয়ার জন্য অনুমতি চেয়েছেন যে,"ফাতেমা (عليه السلام) জান্নাতের সমস্ত নারীদের নেত্রী এবং ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হোসাইন (رضي الله عنه) হলেন জান্নাতের সকল যুবকের নেতা।"
******দলিল******
*(ক.) তিরমিজি,আল জামি-উস-সহীহ (৫: ৬০৬০০ # ৩৭৮১)
*(খ.) নাসাই,আস-সুনান-উল-কুবরা (৫: ৮০,৯৫ # ৮২৯৮,৮৩৬৫)
*(গ.) নাসাই,ফাদাইল-উস-সাহাবাহ (পৃষ্ঠা.৫৮,৭২ # ১৯৩,২৬০)
*(ঘ.) আহমাদ বিন হাম্বল,আল-মুসনাদ (৫: ৩৯১)
*(ঙ.) আহমাদ বিন হাম্বল,ফাদাইল-উস- সাহাবাহ (২: ৭৮৮ # ১৪০৬)
*(চ.) ইবনে আবী শায়বাহ,আল-মুসান্নাফ (৬: ৩৮৮ # ৩২২৭১)
*(চ.) হাকিম,আল-মুস্তাদরাক (৩: ১৬৪ # ৪৭২১,৪৭২২)
*(ছ.) তাবারানী,আল-মুজাম-উল-কবির (২২: ৪০২ # ১০০৫)
*(জ.) বায়হাকী,আল-ইতিকাদ (পৃষ্ঠা ৩৩২)
*(ঝ.) মুহিব্ব তাবারি,দাখায়িরুল-উকবা (পৃষ্ঠা.২২৪)
⏺ইমাম হাসান ও ইমাম হুসাইন (عليه السلام) এঁর গুরুত্ব/ফজিলত-৪র্থ পর্ব
★২৮. হযরত সায়্যিদুনা আবু হােরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত; একদা তাজেদারে রিসালাম,শাহেনশাহে নবুয়ত, নবীয়ে রহমত (ﷺ) এঁর সাথে ইশার নামায আদায় করছিলাম।রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সিজদায় গেলেন তখন ইমাম হাসান ও ইমাম হােসাইন (عليه السلام) হুযুর পুরনূর (ﷺ) এঁর পিঠ মােবারকে আরােহন করলেন।তিঁনি (ﷺ) সিজদা থেকে মাথা উঠালেন তখন তাঁদেরকে নম্রভাবে ধরে জমিনে বসিয়ে দিলেন। অতঃপর যখন তিঁনি (ﷺ) দ্বিতীয়বার সিজদায় গেলেন তখন ইমাম হাসান ও ইমাম হােসাইন (عليه السلام) দ্বিতীয়বার এমনই করল,এমনকি তিঁনি (ﷺ) নামায পরিপূর্ণ করলেন এবং তাঁরা উভয়কে আঁপন রান মােবারকে বসালেন।
[মুসনদে আহমদ,আবু হােরাইরা,৩/৫৯৩,হা/নং ১০৬৬৪, আল বিদায়া ওয়ান নিহায়া, ৫/৫১৬]
🌀মদীনাবাসীরা বহুবার দেখেছে,মহানবী ﷺ তাঁর দুই দৌহিত্রকে দু’কাঁধে বসিয়ে তাঁদের মন খুশী করার জন্য মদীনার অলিতে-গলিতে হাঁটছেন।অনেকে বহুবার চেষ্টা করেও তাঁদের একজনকেও নবিজীর কাঁধ থেকে নামাতে পারেনি।মহানবী ﷺ কাউকে তা করার অনুমতি দেননি।কোন কোন সাহাবী এ দৃশ্য দেখে ইমাম হাসান ও ইমাম হোসাইনকে বলতেন,“কতই না উত্তম বাহনের ওপর তোমরা দু’জন চড়েছো!”
মহানবীও ঐ সাহাবীদের উদ্দেশ্যে বলতেন,“আর এ দু’জনও কতই না উত্তম আরোহী!”
আর এভাবে নবিজী তাঁর দুই দৌহিত্রের উচ্চ মর্যাদা,সম্মান ও তাঁদের দু’জনের প্রতি তাঁর অগাধ ভালবাসা ও আত্মিক টানের কথা বর্ণনা করতেন।
[মানাকিবে খাওয়ারিয্মী,পৃঃ ১১১]
⏺হযরত হাসান (রা.) ও হযরত হোসাইন (রা.) এঁর নাম একসঙ্গে উচ্চারিত হয়েছে এমন হাদিসের সংখ্যা অসংখ্য।হযরত হোসাইন (রা.) এঁর জীবনী বর্ণনাকালে আমরা আরও কিছু হাদিসের উল্লেখ করব।বস্ত্তত তাঁদের উভয়কে সবসময় একই সাথে দেখা যেত।বাইরে গেলেও তাঁরা একসাথে বের হতেন।একদিন তাঁরা ঘর হতে বের হয়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। হারিয়ে ফেলেছিলেন পথের দিশা।মা জননী ফাতিমা (রা.) তাঁদের অনুপস্থিতিতে পাগলপারা হয়ে পড়লেন। ভাবলেন তাঁদের কোথাও কোন বিপদ ঘটেছে।তিঁনি দ্রুত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে কেঁদে কেঁদে বললেন, ‘‘হাসান হোসাইন দু'জনই বাইরে চলে গেছে।আঁমি জানি না তারা কোথায় আছে।'' তিঁনি সান্ত্বনা দিয়ে বললেন,‘নিশ্চয়ই যিঁনি তাঁদের সৃষ্টি করেছেন তিঁনি তাদের প্রতি তোমার চাইতেও বেশি দয়ালু ও যত্নবান।'
অতঃপর তিঁনি মহান আল্লাহর দরবারে তাঁদের নিরাপত্তার জন্য এই বলে দোয়া করলেন, ‘‘ইয়া আল্লাহ্! তাঁরা জলে ও স্থলে যেখানেই থাকুক না কেন,তাদেরকে নিরাপদে ফিরিয়ে দিন ও সুরক্ষা দান করুন।'' তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাঁদের সম্পর্কে খবর পৌঁছল। তাঁদের এক জায়গায় পাওয়া গেল যেখানে তাঁরা একে অন্যের বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছেন।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসলেন এবং তাঁদেরকে চুমু খেলেন।তিনি হযরত হাসান (রা.) কে ডান কাঁধে ও হযরত হোসাইন (রা.) কে বাম কাঁধে তুলে নিলেন।আর বললেন, ‘আল্লাহর কসম,আঁমি তোমাদের প্রতি সেভাবেই দৃষ্টি রাখব যেভাবে মহান সম্মানিত ও গৌরবের অধিকারী আল্লাহ্ তোমাদের প্রতি দৃষ্টি রাখেন।'
পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর সাথে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাক্ষাৎ হল।তিঁনি বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ্! একজনকে আমায় দিন যাতে আপনার বোঝা কিছু হালকা হয়।'কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ‘‘কি চমৎকার বাহন তাদের আর কি চমৎকার আরোহীই না তারা! আর তাদের পিতা তাদের চেয়ে উত্তম।'' এভাবে তিঁনি তাঁদেরকে মসজিদ পর্যন্ত বহন করে নিয়ে এলেন।''
[মাজমা'উজ জাওয়ায়েদ: কৃত আল হাইতামি,৯ম খন্ড,পৃ: ১৮২]
★২৯. শৈশবকালে একবার খুতবা চলাকালীন উভয় শাহ্জাদা মসজিদে আগমন করলেন,তখন নবী করীম, রউফুর রহীম (ﷺ) খুতবা বন্ধ রেখে তাঁদের নিকট গেলেন এবং তাদেরকে উঠিয়ে নিজের সামনে বসালেন।
[তিরমিযী,৫ম খন্ড,৪২৯ পৃষ্ঠা,হা/৩৭৯৯]
🏵৩৭৭৪
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ سَمِعْتُ أَبِي، : بُرَيْدَةَ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُنَا إِذْ جَاءَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا السَّلاَمُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمِنْبَرِ فَحَمَلَهُمَا وَوَضَعَهُمَا بَيْنَ يَدَيْهِ ثُمَّ قَالَ " صَدَقَ اللَّهُ : ( إنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ ) فَنَظَرْتُ إِلَى هَذَيْنِ الصَّبِيَّيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَلَمْ أَصْبِرْ حَتَّى قَطَعْتُ حَدِيثِي وَرَفَعْتُهُمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ .
আবদুল্লাহ ইবনু বুরাইদাহ্ (রাঃ) থেকে বর্ণিত।আমি আমার পিতা বুরাইদাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আমাদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।হঠাৎ হাসান ও হুসাইন (রাঃ) লাল বর্ণের জামা পরিহিত অবস্থায় (শিশু হওয়ার কারণে) আছাড় খেতে খেতে হেঁটে আসেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) মিম্বার হতে নেমে তাদের দু’জনকে তুলে এনে নিঁজের সম্মুখে বসান, তারপর বলেনঃ আল্লাহ্ তা‘আলা সত্যই বলেছেন, “তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তো পরীক্ষা বিশেষ”।[সুরা তাগাবুন: আয়াত নং ১৫]
★আমি তাকিয়ে দেখলাম এই শিশু দু’টি আছাড় খেতে খেতে হেঁটে আসছে। আমি আর সহ্য করতে পারলাম না,এমনকি আমার বক্তৃতা বন্ধ করে তাদেরকে তুলে নিতে বাধ্য হলাম।
[সহীহঃ ইবনু মাজাহ: ৩৬০০]
★আবূ 'ঈসা বলেন,এ হাদীসটি হাসান গারীব।আমরা শুধুমাত্র আল-হুসাইন ইবনু ওয়াকিদ-এর বর্ণনার প্রেক্ষিতেই এটি অবগত হয়েছি।হাদিসের মান: সহিহ হাদিস।
✌বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন,রাসুলুল্লাহ (ﷺ) খুৎবা দিচ্ছিলেন এমন সময় হাসান ও হুসাইন আসলেন। তাঁদের গায়ে ছিলো লাল দু'টো জামা।তাঁরা হাটসছিলেন আবার পড়ে যাচ্ছিলেন।রাসুলুল্লাহ ﷺ মিম্বর থেকে নেমে এলেন এবং তাঁদের দু'জন কে উঠিয়ে নিয়ে সামনে বসালেন।পরে বললেন: আল্লাহ্ তায়ালা সত্যই বলেছেন যে,তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো তোমাদের জন্যই পরীক্ষা স্বরুপ।
[সুরা তাগাবুন: আয়াত নং ১৫]
★এই দু'টি শিশু হেঁটে আসছিল আর পড়ে যাচ্ছিল বলে আর স্থির থাকতে পারলাম না।এমনকি কথা বন্ধ করেও এদেরকে তুলে নিলাম।
[তিরমিজি শরীফ: ষষ্ঠ খণ্ড,হা/নং ৩৭৭৪]
★৩০. অপর হাদিস শরিফে ইরশাদ হয়েছে
৩৭৭৩।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا الأَشْعَثُ، هُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ صَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَقَالَ " إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ يُصْلِحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . يَعْنِي الْحَسَنَ بْنَ عَلِيٍّ .
আবূ বাক্রাহ্ (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) (মাসজিদে নববীর) মিম্বারে উঠে বললেনঃ আঁমার এ পুত্র (হাসান) নেতা হবে এবং আল্লাহ্ তা‘আলা তার মাধ্যমে (মুসলমানদের) দু’টি বিবাদমান দলের মাঝে সমঝোতা স্থাপন করাবেন।
[সহীহঃ রাওযুন্ নাযীর (৯২৩),ইরওয়া (১৫৯৭),বুখারী]
✊আবূ 'ঈসা বলেন,এ হাদীসটি হাসান সহীহ।“এই পুত্র” দিয়ে আল-হাসান ইবনু ‘আলি (রাঃ)-কে বুঝানো হয়েছে।
[হাদিসের মান-সহিহ হাদিস]
★৩১. একদিন মহানবী ﷺ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই শিশু হাসান ও হোসাইনের কান্নার শব্দ শুনতে পেলেন।মহানবী ﷺ হযরত ফাতেমার দিকে দ্রূত অগ্রসর হয়ে বললেন,“আঁমার দৌহিত্রদ্বয় কাঁদছে কেন?” তখন হযরত ফাতেমা তাঁকে বললেন,“ওরা তৃষ্ণার্ত,তাই পানি চাচ্ছে।” নবীজি এ কথা শুনে পানির খোঁজে গেলেন।কিন্তু পানি পেলেন না।তাই তিঁনি নিঁজের পবিত্র জিহ্বা হাসান ও হোসাইনের মুখের ভেতর রাখলেন এবং এর ফলে শিশু ভ্রাতৃদ্বয় কান্না থামালেন। আরো অনেক সময় মহানবী ইমাম হাসান ও হোসাইনের মুখের ভেতর জিহ্বা রেখেছেন এবং তাঁরাও তাঁর জিহ্বা চুষে তৃষ্ণা মিটিয়েছেন।
******দলিল******
*(ক.) আল্লামা ইবনে হাজার আসকালানী প্রণীত তাহযিব আত্-তাহযিব,২য় খণ্ড,পৃঃ ২৯৮
*(খ.) আল-খাওয়ারিয্মী প্রণীত মাকতালুল হোসাইন,১ম খণ্ড,পৃঃ ১৫২
*(গ.) ফাযায়েলুল খামসাহ্,৩য় খণ্ড,পৃঃ ১৭৯.
⏺ইমাম হাসান ও ইমাম হুসাইন (عليه السلام) এঁর গুরুত্ব/ফজিলত-৫ম পর্ব
★৩২. হুযুর (ﷺ) এ হাসানাঈনে করীমাঈনকে ফুঁক দিতেন:
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত; রহমতে আলম,নূরে মুজাস্সম (ﷺ) হযরত সয়্যিদুনা ইমাম হাসান (رضي الله عنه) ও ইমাম হােসাইন (عليه السلام) কে কলেমাতে তাউয (নিরাপত্তার বাক্য সমূহ) সহকারে ফুঁক দিতেন।তিনি (ﷺ) ইরশাদ করেন: “তােমাদের সম্মানীত দাদাজান অর্থাৎ হযরত ইসহাক (عليه السلام) এসব কলেমা (বাক্য) দ্বারা ফুঁক দিতেন।অর্থাৎ আঁমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্য সমূহের মাধ্যমে সমস্ত শয়তান ও বিষাক্ত জন্তু এবং সকল বদনযর থেকে আশ্রয় প্রার্থনা করছি।”
[বুখারী,কিতাবুল আহাদীসুল আম্বিয়া, ২/৪২৯,হাদীস-৩৩৭১]
★৩৩. ইমাম হাসানের প্রতি সিদ্দিকে আকবর (رضي الله عنه) এর ভালবাসা:
হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক (رضي الله عنه) যখন আমীরুল মু'মিনীন ও খলিফাতুল মুসলীমিনের সিংহাসনের আসনে আসীন হলেন। তখন রাসূলে করীম (ﷺ) এর প্রতি সম্পর্কের কারণে তিনি (ﷺ) পবিত্র আহলে বাইতগণের খুবই দেখাশুনা করতেন এবং আহলে বাইতের ব্যাপারে বলতেন: নবী করীম,রউফুর রহীম (ﷺ) এঁর আত্মীয় স্বজন আমার কাছে আমার আত্মীয়স্বজনের চেয়ে অধিক প্রিয়।
[বুখারী,কিতাবুল মাগাজী,বাব হাদীস বনি নদ্বীর,৩য় খন্ড,২৯ পৃষ্ঠা,হাদীস-৪০৩৬]
★৩৪. ইমাম হােসাইনের প্রতি ফারুকে আযম (رضي الله عنه) এর অকৃত্রিম ভালবাসাঃ
হযরত সায়্যিদুনা ইমাম হােসাইন (عليه السلام) বলেন: আমি একদিন আমীরুল মু'মিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম (رضي الله عنه) এর ঘরে গেলাম, কিন্তু তিনি হযরত আমীরে মুয়াবিয়া (رضي الله عنه) এর সাথে আলাদা ভাবে আলােচনায় ব্যস্ত ছিলেন এবং ওনার ছেলে আব্দুল্লাহ্ (رضي الله عنه) দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন।কিছুক্ষণ অপেক্ষা করার পর সে ফিরে আসতে লাগল,তখন তার সাথে আমিও ফিরে আসতে লাগলাম।পরে আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম (رضي الله عنه) এর সাথে আমার সাক্ষাৎ হলে আমি বললাম: হে আমীরুল মু'মিনীন! আমি আপনার নিকট এসে ছিলাম।কিন্তু আপনি হযরত আমীরে মুয়াবিয়া (رضي الله عنه) এর সাথে আরােচনায় ব্যস্ত ছিলেন।(আমি ভেবেছিলাম যখন ছেলের ভিতরে যাবার অনুমতি নেই সেখানে আমার কিভাবে?) এই কারণে আমিও তার সাথে ফিরে এসেছি।তখন ফারুকে আযম (رضي الله عنه) বললেন: হে আমার পুত্র হােসাইন! আমার সন্তানের চেয়ে অধিক হকদার এই কথার উপর যে আপনি ভিতরে চলে আসবেন।আর আমাদের মাথায় যে চুল রয়েছে, আপনাদের সদকায় তাে সব কিছু উৎপন্ন হয়।
[তারিখ ইবনে আসাকির,১৪তম খন্ড, ১৭৫ পৃষ্ঠা]
✊একবার হযরত উমর (রা.) এর কাছে ইয়েমেন থেকে কিছু কাপড় চোপড় এসেছিল।তিনি জনসাধারণের মাঝে সে সব বিতরণ করে দিলেন।এমন সময় সেখানে হযরত হাসান (রা.) ও হযরত হোসাইন (রা.) উপস্থিত হলেন।তখন ইয়েমেনি কাপড়ের আর কিছুই অবশিষ্ট ছিল না।এতে হযরত উমর (রা.) খুবই ব্যথিত হলেন।তিনি তৎক্ষণাৎ ইয়েমেনি প্রতিনিধির কাছে অতিসত্বর আরো কাপড় পাঠানোর জন্য খবর পাঠালেন।সেখান হতে পুনরায় কাপড় এলে তা থেকে দু'খন্ড হযরত হাসান (রা.) ও হযরত হোসাইন (রা.) এর কাছে পাঠিয়ে দিলেন।তারপর বললেন, ‘‘এখন আমি স্বস্তি পাচ্ছি।''
হযরত হোসাইন (রা.) বলেন,একদিন আমি হযরত উমর (রা:) এর কাছে গেলাম।তিনি তখন হযরত মুয়াবিয়া (রা.) এর সাথে একাকি ছিলেন।দরজায় হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা.) এর সাথে সাক্ষাৎ হল।তিনি বেরিয়ে আসছিলেন। আমিও তাঁর সাথে বেরিয়ে এলাম।পরে তাঁর {হযরত উমর (রা.)} সাথে আমার দেখা হল; তিনি বললেন,‘‘বহুদিন আপনার সাথে আমার দেখা হয় না।'' আমি বললাম,‘‘ইয়া আমীরুল মোমেনীন! আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি হযরত মুয়াবিয়া (রা.) এর সাথে একাকি ছিলেন।আবদুল্লাহ্ ইবনে উমর (রা.) সেখানে ছিলেন।তিনি ফিরে আসছিলেন আমিও তাঁর সাথে ফিরে এসেছি।'' তিনি বললেন,‘‘ইবনে উমরের (আব্দুল্লাহর) চাইতে আমার কাছে আসার হক আপনার বেশি।আমাদের মাথায় যা গজিয়েছে তা আল্লাহ্রই অনুগ্রহে আর আপনাদের পরিবারের উছিলায়।''
[তাহজিবুল কামাল,৬ষ্ঠ খন্ড,পৃ: ৪০৪]
★৩৫. ইমাম হাসানের প্রতি শেরে খােদা মওলা আলী (رضي الله عنه)'র ভালবাসাঃ
হযরত সায়্যিদুনা আসবাগ বিন নুবাতা (رضي الله عنه) বলেন: একবার হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতবা (عليه السلام) অসুস্থ হয়ে পড়লেন,তখন হযরত সায়্যিদুনা আলী মুরতাজা (عليه السلام) তাঁর সেবায় তাশরীফ নিয়ে গেলেন।আমিও তাঁর সাথে সেবার জন্য গেলাম।হযরত সায়্যিদুনা আলী মুরতাজা (عليه السلام) তাঁর অবস্থা জিজ্ঞাসা করে বললেন: হে রাসূলের নাতি! আপনার অবস্থা কেমন? উত্তর দিলেন: ভাল আছি। তিনি বললেন: যদি আল্লাহ্ তাআলা চান।তাে ভাল হয়ে যাবেন।তার পর হযরত সায়্যিদুনা ইমাম হাসান (رضي الله عنه) আরজ করলেন: আমাকে হেলান দিয়ে বসান। হযরত সায়্যিদুনা আলী (رضي الله عنه) তাঁকে বুকে ঠেস লাগিয়ে বসিয়ে দিলেন। তারপর হযরত সায়্যিদুনা ইমাম হাসান (رضي الله عنه) বললেন:
একদিন আমাকে নানাজান,রহমতে আলামীন (ﷺ) ইরশাদ করেছেন: “হে আমার পুত্র! জান্নাতে একটি গাছ রয়েছে়।পরীক্ষায় নিমজ্জীত লােকদের কিয়ামতের দিন ঐ বৃক্ষের নিচে একত্রিত করা হবে।ঐ সময় তখন না মীযান রাখা হবে না আমল নামা খােলা হবে। তাদেরকে পরিপূর্ণ ভাবে প্রতিদান দেওয়া হবে।” তার পর ছরকারে দো’আলম (ﷺ) এই আয়াত শরীফ তিলাওয়াত করেন:
কানযুল ঈমান থেকে অনুবাদ:
"ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণ ভাবে দেওয়া হবে অগণিত ভাবে।" (যুমর,আয়াত-১০)
[কিতাবুদ দোয়া লিত তাবারানী,৩৪৭ পৃ:]
★৩৬. আল আইজার বিন হুরায়িশ বলেন,হযরত আমর বিন আল আ'স (রা.) একদিন কা'বার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় হযরত হোসাইন (রা.) কে দেখে তিনি বললেন, ‘‘বেহেশতবাসিদের চোখে আজকের দিনে পৃথিবীর পৃষ্ঠে বিচরণকারি মানুষের মধ্যে তিনিই হচ্ছেন প্রিয়তম মানুষ।''
[সিয়ার আ'লম আন নুবালা,৩য় খন্ড]
★৩৭. হযরত ইবনে আববাস (রা.) বহনকারী পশুদের তাঁদের {হযরত হাসান (রা.) ও হযরত হোসাইন (রা.) এর} কাছে নিয়ে আসতেন।এ কাজকে তিনি নিজের জন্য সৌভাগ্য বলে মনে করতেন।তাঁরা দু'জন যখন আল্লাহর ঘর তওয়াফ করতেন লোকজন তাঁদের অভিনন্দন জানানোর জন্য ঘিরে ধরতেন।মনে হত লোকজনের ভিড়ে তাঁরা পিষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ্ তাঁদের প্রতি সন্তুষ্ট থাকুন, তাঁরাও সন্তুষ্ট আছেন মহান আল্লাহর প্রতি।
[আল বিদায়াহ আন নিহায়া ৪র্থ খন্ড]
★৩৮. আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ হযরত হাসান (রা.) ও হযরত হোসাইন (রা.) কে তাঁদের বাল্য অবস্থা থেকেই ভালবাসতেন।তাঁদের বয়স বাড়ার সাথে সাথে তাঁদের প্রতি সাহাবা কেরামগণের ভালবাসাও বাড়তে থাকে।কারণ তাঁরা ছিলেন পূত পবিত্র চরিত্রের অধিকারী।তাঁদের মহত্ব ও চরিত্র মাধুর্য সবারই মনোযোগ আকর্ষণ করত।সর্বোপরি আল্লাহ্র হাবীব রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের খুবই ভালবাসতেন।আর সাহাবায়ে কেরামগণ (রা.) সব কাজে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতেন।
হযরত ইমাম আল বুখারি (রা.) হযরত আবু হোরায়রা (রা.) এর বরাতে বলেন, তিনি বলেছেন,আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর সাথে একদিন মদীনার বাজারে ছিলাম।তিঁনি বাজার থেকে ফিরলেন,আমিও তাঁর সাথে ফিরলাম।তিঁনি জানতে চাইলেন,‘‘ছোট শিশুটি কই?'' তারপর বললেন, ‘‘হাসান বিন আলীকে ডাক।'' হাসান বিন আলী আসলেন।তাঁর গলায় ছিল একটা হার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে হাত বাড়িয়ে দিলেন, হাসানও তাই করলেন।তিঁনি তাঁকে জড়িয়ে ধরে বললেন, ‘‘ইয়া আল্লাহ্! আঁমি তাঁকে ভালবাসি,আঁপনিও মেহেরবানি করে তাঁকে ভালবাসুন,আর ভালবাসুন তাদের যারা তাকে ভালবাসে।''
এই যেখানে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর অভিপ্রায়,তাই আমার কাছে হাসানের চাইতে প্রিয় আর কেউ ছিল না।
★হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) থেকে বর্ণিত-তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) আলী,ফাতেমা, হাসান,হুসাইন (আঃ) কে লক্ষ্য করে বলেন: যারা তোমাদের সঙ্গে মিত্রতা স্থাপন করবে আমিও তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করব।আর যারা বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে,আমিও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো।
[ইবনে মাজাহ,১ম খন্ড,হাদিস নং ১৪৫]