Sunday, July 7, 2019

এবার মাত্র ১২ ছাত্রীকে ধর্ষণ ! কাওমী মাদরাসার হুজুর আটক !!



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলের পর এবার ফতুল্লায় মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে আটকের পর র‌্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


র‌্যাব জানায়, গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ২০ ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আশরাফুল আরিফকে গ্রেফতার করা হয়। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর ফতুল্লা বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার এক শিক্ষার্থী ও তার পরিবার র‌্যাবের কাছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করে।
এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসার আরো কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে একই অভিযোগ পাওয়া যায়। পরে অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে নিজ দোষ স্বীকার করে জবানবন্দি দেয় বলে জানিয়েছে র‌্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, এই মাদ্রাসার যে শিক্ষক সে একাধিক ছাত্রীকে পড়তে আসার সময় যৌন নির্যাতন ও ধর্ষণ করেছেন। এরকম ১২ জন ছাত্রীর নাম পেয়েছি।
শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। একই সঙ্গে নয়ামাটি এলাকার একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানায় র‌্যাব।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...