Wednesday, July 18, 2018

একটি অতুলনীয় না'তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব্যানুবাদ-

কাব্যনুবাদ ডঃ আব্দুল বাতেন মিয়াজী ১. সালাতুন ইয়া রাছুলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অর্থঃ দরূদ আমার তোমার উপর ওগো আল্লাহর প্রিয় রাসূল সালাম আমার তোমার প্রতি ওগো আল্লাহর বন্ধু অতুল। ২. জ্বাল্ওয়াগর্ হো ইয়া ইমামাল মুরসালীন, জ্বাল্ওয়াগর্ হো রাহমাতাল্ লিল্ আলামীন। অর্থঃ স্বাগতম হে রাসূল গণের ইমাম তোমার শুভাগমন স্বাগতম হে বিশ্বসভার অনুগ্রহের শুভাগমন! ৩. জ্বাল্ওয়াগর্ হো আম্বিয়াকে মুক্ তাদা, জ্বাল্ওয়াগর্ হো আওলিয়াকে পেশওয়া। অর্থঃ স্বাগতম হে নবীগণের অনুসরণীয় যিনি স্বাগতম হে আউলিয়াদের অনুকরণীয় তিনি। ৪. জ্বাল্ওয়াগর্ হো ছাইয়েদে খায়রুল বাশার, জ্বাল্ওয়াগর্ হো আয়মেরে নুরে নজর। অর্থঃ স্বাগতম হে মানব কূলের প্রিয় নেতা শ্রেষ্ঠ সাইয়্যেদ স্বাগতম হে দৃষ্ট আমার জ্যোতি প্রিয় শ্রেষ্ঠ সাইয়্যেদ। ৫. জ্বাল্ওয়াগর্ হো গম্ ঝাদোঁকে দস্তগীর, জ্বাল্ওয়াগর্ হো হাদিয়ে রওশন্ জমীর। অর্থঃ স্বাগতম হে দুঃখ বিষাদ দূরকারী যে দানোত্তোমে স্বাগতম হে অমূল্য ধন উজ্জ্বলতার প্রাণোত্তোমে ৬. জ্বাল্ওয়াগর্ হো জল্ওয়ায়ে নুরে খোদা, জ্বাল্ওয়াগর্ হো আয়মেরে মোহাম্মাদ মোস্তফা। অর্থঃ স্বাগতম হে খোদার জ্যোতির প্রজ্বলিত উলকা যিনি স্বাগতম হে মোর প্রিয় মুখ মুহাম্মদ মুস্তাফা যিনি। ৭. আস্ সালাম আয় নূরে চশ্ মে আম্বিয়া, আস্ সালাম আয় বাদশায়ে আওলিয়া। অর্থঃ নবীগণের চোখের জ্যোতির প্রতি বহে লক্ষ সালাম আউলিয়াদের শাহেন শাহে এই অধমের লক্ষ সালাম।

1 comment:

  1. মা শা আল্লাহ্! মারহাবা!! অত্যন্ত ভালো লাগলো ড. মিয়াজী সাহেব ভাইজান, আপনার অনুবাদ করা উর্দূ নাতে রাসূলের কবিতাটি।

    ReplyDelete

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...