Wednesday, July 18, 2018

হযরত জাবির (রাঃ) এর মেহমানদারী এবং আমার রাসুলের এক অনন্য মু'জিযা

fb.com/ahmadkarim24 👍 হযরত জাবির (রাঃ) বলেন, "খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরিখা খনন করছিলাম। এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন সাহাবীরা রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে বললেন, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গিয়েছে। তিনি বললেন, ‘আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন, সে সময় তাঁর পেটে পাথর বাঁধা ছিল। আর আমরাও তখন তিনদিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ-বিচূর্ণ হয়ে বালু কণায় পরিণত হয়। . হযরত জাবির (রাঃ) বলেন, আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম, ‘তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। তখন সে একটি চামড়ার পাত্র হতে এক ছা‘ পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটাতাজা বকরীর বাচ্চা ছিল। তা আমি যবেহ করলাম আর আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোস্ত চড়ালাম। - অতঃপর আমি রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে চুপে চুপে বললাম, ‘হে আল্লাহর রাসূল (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমরা একটি বকরীর বাচ্চা যবেহ করেছি। আর এক ছা’ যব ছিল, আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি আরো কয়েকজন সঙ্গে নিয়ে চলুন।' - রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উচ্চ স্বরে সবাইকে বললেন, ‘হে পরিখা খননকারীগণ! এসো! তোমরা তাড়াতাড়ি চল, জাবের তোমাদের জন্য খাবার তৈরী করেছে। অতঃপর রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন, ‘তুমি বাড়ী ফিরে যাও। আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না।' এরপর তিনি লোকজনসহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূলের স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দিলে তিনি তাতে নিজ মোবারক লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোআ করলেন। সুবহান আল্লাহ - অতঃপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও মোবারক লালা মিশিয়ে বরকতের জন্য দোআ করলেন। এরপর বললেন, ‘তুমি আরো রুটি প্রস্ততকারিণীদের ডাক, যারা তোমার সাথে রুটি বানাবে। আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারী নিয়ে পরিবেশন কর।' - হযরত জাবির (রাঃ) বলেন, সাহাবীদের সংখ্যা ছিল এক হাজার। আমি আল্লাহর কসম করে বলছি, সকলেই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারী ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল।" [সহীহ বুখারী, সহীহ মুসলিম, মিশকাত হা/৫৮৭৭ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায়, ‘মু‘জিযা’ অনুচ্ছেদ]। সুবহান আল্লাহ।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...