Sunday, July 29, 2018

পাঁচটি গুরুত্বপূর্ণ গনিমত !!

হযরত মায়মুন বিন মাহরান(রহঃ) থেকে বর্ণিত ,মহানবী(দঃ)বলেছেনঃ পাঁচটি বিষয়কে তোমরা অন্য পাঁচটির পূর্বে গনীমত মনে করো।

☞যথাঃ

1:বার্ধক্যের পূর্বে যৌবনকালকে।

2:অসুস্থতার পূর্বে সুস্থতাকে।

3:ব্যস্তার পূর্বে অবসর সময়কে।

4:দরিদ্রতার পূর্বে সম্পদশীলতাকে।

5:মৃত্যুর পূর্বে জীবনকে।


কিতাবঃতাম্বিহুল গাফেলীন(পৃষ্ঠাঃ23)।

লেখকঃ আল্লামা ফকীহ আবুল লায়ছ সমরকন্দী(রহঃ)।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...