Wednesday, July 18, 2018
অলৌকিক খেজুর বাগান মুহুর্তেই বীজ, ফল সহ গাছে পরিণত হওয়া! !!
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (র) বর্ণনা করেন,
হযরত সালমান ফার্সী (র:) এর মালিক ছিল একজন
ইয়াহুদী, (তৎকালিন সময়ে মানুষ কেনা বেচা হত)।
যে হযরত সালমান ফার্সী (র:) এর উপর কঠিন নির্যাতন করতো। হযরত সালমান ফার্সী (র) একদিন ঐ ইহুদী মালিক থেকে নিজের মুক্তি চাইলেন। তখন ঐ মালিকটি বললো,
যদি তুমি আমাকে ৬০০ দিনার দাও,আর আমার বাগানে ৩০০ শত খেজুর গাছের ছাডা লাগিয়ে সেই গাছে খেজুর যেইদিন ধরবে সেইদিন তোমাকে মুক্তি দিব।
হযরত সালমান ফার্সী (র:) পেরেশানি চেহরা নিয়ে দয়াল নবীজি (দ:) এর দরবারে গেলেন। নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন।
দয়াল নবীজি (দ:) তখনি ৬০০ দিনার যোগাড় করলেন।
আর হযরত আলী (র) ও হযরত সালমান ফার্সী (র:)
কে নিয়ে ঐ ইহুদী মালিকের কাছে গেলেন।
তখন নবীজি (দ:) তার হাতে ৬০০ দিনার দিলেন,আর বললেন খেজুরের বীজ গুলি আমার হাতে দাও।
জুডিটি নবীজির হাতে দিয়ে ঐ ইহুদী ঠাট্টা করে হাসতে হাসতে বাডির দিকে চলে যায়।
দয়াল নবীজি (দ) নিজের হাতে বীজের জুডিটি নিলেন,
এবং হযরত আলী (র:) কে নির্দেশ দিলেন তুমি গর্ত খনন কর,আর হযরত সালমান ফার্সী (র:) কে নির্দেশ দিলেন, আমি বীজ বপন করার পর তুমি পানি ডালবে।
কিন্তু সাবধান বীজ বপন করতে করতে বাগানের শেষ পর্যন্ত পৌঁছানোর আগে কেউ পিছনে তাকাবে না।
দয়াল নবীজি (দ:) নিজ হাতে বীজ রুপন করা
নবীজির (দ) নির্দেশ মোতাবেক, হযরত আলী (র:) ও হযরত সালমান ফার্সী (র:) যখন নিজ নিজ দায়িত্ব পালন করে নবীজির সাথে বাগানের শেষ পর্যন্ত পৌঁছালেন,তখন পিছনে ফিরে থাকালে দেখতে পেলেন
একটু আগে যে খেজুর বীজ রুপন করে আসলেন,সেই বীজ গাছে রুপান্তিরিত হয়ে গাছে খেজুর ধরে গেল।
ইহুদী বাডি থেকে ফিরে এসে দেখে, তার বাগার খেজুর গাছ দিয়ে ভরপুর হয়ে আছে,এবং গাছে খেজুর ধরে পেকে কালো বর্ণের হয়ে গেছে। এই অলৌকিক ঘটনা দেখে ঐ ইহুদী সাথে সাথে কালিমা পডে মুসলমান হয়ে গেলো। ( সুত্র:- ইবনে মাজা - দারেমী - আবু দাউদ)
সুবহানাল্লাহ
এই খেজুরের নাম হল আজওয়া খেজুর। যা সমস্ত খেজুরের চেয়ে একদমি আলাদা। পৃথিবীর সবচেয়ে দামি খেজুর। আর স্বাদের দিক দিয়েও সবচেয়ে বেশি সুস্বাদু। আর কেনইবা দামী হবে না? যে খেজুর রাসুলের নিজ হাতে রোপন করা। হাদীসের ভাষায় যেই খেজুরের মধ্যে রয়েছে অনেক রুগের নিরাময়।
* ছবিতে:- নবীজির নবুয়তের হাতে রুপন করা,মদীনা শরীফের সেই খেজুর বাগানের ছবি, যা আজ ও আছে।
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা
কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...
No comments:
Post a Comment