Monday, September 10, 2018

চোখের পানি আসবে জান্নাতের পথ সুগম হবে

চোখের পানি আসবে জান্নাতের পথ সুগম হবে 

৭১ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করার পর? 

এবার পরিবারের কাছে আখেরি বিদায় নিয়ে যুদ্ধের মাঠে যান ঈমামে হুসাইন রাঃ। তাঁকে দেখে ইবনে যিয়াদ (লানাতুল্লাহি আলাই) একসাথে ২৫০০ তীর নিক্ষেপ করে!! আল্লাহু আকবার। যার মধ্যে ১২১ টি তীর ঈমামের নূরানি শরীর মোবারকে বিদ্ধ হয়। 


এ কোন শরীর? এ সেই শরীর যার প্রত্যেক স্থানে রাহমাতুল্লিল আলামিন চুমু দিয়েছিলেন।

এ কোন শরীর? এ সেই শরীর যে শরীর সিজদারত রাসুলে হাশমী স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়ে বসলে আল্লাহ সিজদাকে দীর্ঘ করার আদেশ করেন। 

এ কোন শরীর? এ সেই শরীর যে শরীরকে দেখলে জুমার খুৎবা বন্ধ করে দিয়ে রাসুলে আরাবী স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কোলে নিয়ে নিতেন। 

এ কোন শরীর? এ সেই শরীর যে শরীরকে মুহাদ্দিসিন রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরুপ বা নকল বলেছেন।


এ পাক শরীর মোবারকে ১২১ টি তীর বিদ্ধ হওয়ার পরেও শেরে খোদার ছেলে অটল থাকলে তারা আবার তাঁকে ৩৭ টি বল্লম ও ৪০ বার তরবারি দিয়ে আঘাত করে। নাউযুবিল্লাহ। 

আল্লাহ আল্লাহ, এ কেমন বর্বরতা!! এ কেমন নৃশংসতা!! এ কেমন যুলুম অত্যাচার!! 


ইতিহাস সাক্ষী আছে, এরকম নৃশংসতার উদাহরণ আর দুটি নেই। 

তারপরেও কিভাবে কিছু মানুষ ইয়াজিদ কে রাহমাতুল্লাহি আলাই বলে!!! কিভাবে এই জাহান্নামী পাপিষ্ঠর উপর রহমতের দুয়া করতে পারে? তারা কি ঈমামে হুসাইনের নানাজানের কালেমা পড়েছে নাকি ইয়াজিদের??? 


আল্লাহ উত্তম জানেন। আল্লাহ তাদের হিদায়াত ও আমাদের হিফাযত করুন।

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...