Tuesday, September 11, 2018

হাদিস তথ্য

🌻 সবাই পড়ুন এবং শেয়ার করুন 🌻

বিষয়ঃ হাদিস তথ্য

শিক্ষার্থীঃ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ৷


¶ মুহাদ্দিসঃ যে ব্যক্তি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে ৷


¶ শায়খঃ হাদিসের শিক্ষা দাতা রাবীকে শায়খ বলে ৷


¶ শায়খায়নঃ ইমাম বুখারী ও ইমাম মুসলিম কে শায়খায়ন বলা হয়  ৷


¶ শায়খুল হাদিসঃ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ ৫০ হাজার হাদিস মুখস্ত করেছেন তাকে শায়খুল হাদিস বলে ৷


¶ হাফিজুল হাদিসঃ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ ১ লক্ষ হাদিস মুখস্ত করেছেন তাকে হাফিজুল হাদিস বলে ৷


¶ হুজ্জাতুল হাদিসঃ যিনি সনদ ও মতনের বৃত্তান্ত সহ ৩ (তিন) লক্ষ হাদিস মুখস্ত করছেন তাকে হুজ্জাতুল হাদিস বলে ৷


¶ ইমামুল হাদিসঃ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ ১৬ লক্ষ  হাদিস মুখস্ত করেছেন তাকে ইমামুল হাদিস বলে ৷


¶ হাকেমুল হাদিসঃ যিনি সনদ ও মতনের বৃত্তান্ত সহ সমস্ত হাদিস মুখস্ত করছেন তাকে হাকেমুল হাদিস বলে ৷

বিদ্রঃ একটি হাদিস জইফ বা মওজু বলতে হলে সনদ সহ ৫০ হাজার হাদিস মুখস্ত থাকতে হবে ৷

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...