Saturday, September 1, 2018

অবাককরা এক শিক্ষণীয় ঘটনা ৷৷

একবার হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর স্ত্রীর মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হল। তিনি স্বামীকে মিষ্টি কিনে আনতে বললেন। মুসলিম জাহানের শাসক খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তখন স্ত্রীকে জানালেন বর্তমানে তার মিষ্টি কেনার মত সামর্থ নেই। আমীরুল মুমিনীনের স্ত্রী এরপর প্রত্যেক দিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে জমা করা শুরু করলেন। কিছু অর্থ জমা হওয়ার পর তা স্বামীকে দিয়ে বললেন মিষ্টি কিনে আনতে। হযরত আবু বকর সিদ্দীক (র) জিজ্ঞেস করলেন এই অর্থ কোথা থেকে এসেছে। স্ত্রী বললেন প্রতিদিনের খরচ থেকে বাঁচিয়ে তিনি এই অর্থ জমা করেছেন। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তখন বললেন, এই পরিমাণ অর্থ তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিচ্ছি ? এটার তো তাহলে আমার আর কোন দরকার নেই। কেননা এইটি জনগনের হক। যা ভোগ করার অধিকার আমাদের কারো নেই। এইটি দিয়ে অন্তত কয়েকজন গরীবের দুই বেলার খাবার ব্যবস্থা করা যাবে। এরপর তিনি সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসেন। ( হেকায়াতে সাহাবী:- ৫৪৯)

সুবহানাল্লাহ শেয়ার করুন

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...