রাসুলুল্লাহ (ﷺ) এর বেলাদাতের খুশিতে সুহাইবাহ (রাঃ) কে আযাদ করায় আবু লাহাবের আযাব হালকা হয় যে কাফিরের বিরোদ্ধে সূরা লাহাব নাজিল হয়েছে। ও ওহাবী সালাফীরা এইসব হাদিস কি তোমরা দেখ না ?
হযরত অরওয়া ইবনে জুবায়ের (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) বলেন,
সুহইবাহ আবু লাহাবের দাসী ছিল। আবু লাহাব ওনার কাছে থেকে রাসুলুল্লাহ (ﷺ) এর বেলাদাতের [অর্থাৎ মিলাদুন্নবীর] সুসংবাদ প্রাপ্ত হয়ে [সেই খুশিতে] সুহাইবাহ কে আযাদ করে দিয়েছিল। যখন আবু লাহাব মৃত্যুবরণ করেছিল তখন [এক বছর পর] তার ঘনিষ্ঠদের কেউ [হযরত আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু] তাকে স্বপ্নে শোচনীয় অবস্থায় দেখে তার উদ্দেশে বলেন, “তোমার অবস্থা কেমন?” আবু লাহাব উত্তরে বলল, “তোমাদের নিকট থেকে আসার পর আমি কোন প্রকার শান্তি পাইনি,কেবল যে দিন [মিলাদুন্নবীর খুশিতে] সুহাইবাকে [তর্জনী ও মধ্যমা দু’টি আঙ্গুলের ইশারায়] আযাদ করে দিয়েছিলাম, ঐ কারনে (প্রতি সোমবার) আংগুল দুটির মধ্যে কিছু পানি জমে আমি ঐ পানি (চুষে) পান করে থাকি ও প্রতি সোমবার (জাহান্নামের কঠিন) আযাবকে হাল্কাবোধ করে থাকি।”
No comments:
Post a Comment