Saturday, September 1, 2018

মিলাদুন্নবী (দঃ) খুশি পালনে, আবু লাহাবের শাস্তি লাঘব !!

রাসুলুল্লাহ (ﷺ) এর বেলাদাতের খুশিতে সুহাইবাহ (রাঃ) কে আযাদ করায় আবু লাহাবের আযাব হালকা হয় যে কাফিরের বিরোদ্ধে সূরা লাহাব নাজিল হয়েছে। ও ওহাবী সালাফীরা এইসব হাদিস কি তোমরা দেখ না ?

হযরত অরওয়া ইবনে জুবায়ের (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) বলেন,

সুহইবাহ আবু লাহাবের দাসী ছিল। আবু লাহাব ওনার কাছে থেকে রাসুলুল্লাহ (ﷺ) এর বেলাদাতের [অর্থাৎ মিলাদুন্নবীর] সুসংবাদ প্রাপ্ত হয়ে [সেই খুশিতে] সুহাইবাহ কে আযাদ করে দিয়েছিল। যখন আবু লাহাব মৃত্যুবরণ করেছিল তখন [এক বছর পর] তার ঘনিষ্ঠদের কেউ [হযরত আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু] তাকে স্বপ্নে শোচনীয় অবস্থায় দেখে তার উদ্দেশে বলেন, “তোমার অবস্থা কেমন?” আবু লাহাব উত্তরে বলল, “তোমাদের নিকট থেকে আসার পর আমি কোন প্রকার শান্তি পাইনি,কেবল যে দিন [মিলাদুন্নবীর খুশিতে] সুহাইবাকে [তর্জনী ও মধ্যমা দু’টি আঙ্গুলের ইশারায়] আযাদ করে দিয়েছিলাম, ঐ কারনে (প্রতি সোমবার) আংগুল দুটির মধ্যে কিছু পানি জমে আমি ঐ পানি (চুষে) পান করে থাকি ও প্রতি সোমবার (জাহান্নামের কঠিন) আযাবকে হাল্কাবোধ করে থাকি।”

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...