মুমিন ব্যক্তির সাথে প্রধান চার (৪) জন ফেরেস্তা কিরূপ আচরন করে থাকেন!
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খ্বতামুন্নাবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফের পর যখন উনাকে গোসল দেওয়া হয় তখন প্রধান ৪ (চার) জন ফেরেশতা গোসলের পানি গুলো চারটি বোতলে ভর্তি করে নেন ।
একটি বোতল হযরত জিব্রাঈল আলাইহিস সালাম , একটি বোতল হযরত মিকাঈল আলাইহিস সালাম, একটি বোতল হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং অপর একটি বোতল হযরত আযরাঈল আলাইহিস সালাম নিয়ে গেলেন।
০১। "হযরত আযরাঈল আলাইহিস সালাম"
মৃত্যুর সময় মুমিন ব্যক্তির মুখে ঐ বোতল থেকে এক ফোটা পানি ছিটিয়ে দেন, সাথে সাথে তার মৃত্যুর কষ্ট সহজ হয় এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হয় ।
০২। "হযরত মিকাঈল আলাইহিস সালাম"
কবরে মুনকার -নাকিরের সওয়ালের সময় মৃত ব্যক্তির মুখে এক ফোটা ছিটিয়ে দেন, সাথে সাথে মৃত ব্যক্তির সওয়ালের - জওয়াব দেওয়া সহজ হয়ে যায়।
০৩। "হযরত ইসরাফিল আলাইহিস সালাম"
কিয়ামতের দিন এক ফোটা পানি চেহরার মধ্যে ছিটিয়ে দিবেন, সাথে সাথে কিয়ামতের সমস্ত ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে।
০৪। "হযরত জিবরাঈল আলাইহিস সালাম"
দিদারে এলাহির সময় ঐ বোতল থেকে এক ফোটা পানি মুমিনের চোখে ছিটিয়ে দিবেন, সাথে সাথে তার চোখ আল্লাহকে দেখার শক্তি অর্জন করবে।
(সূএঃ খাসায়েসুল কোবরা)
No comments:
Post a Comment