হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী (রাঃ) কে তাঁর লিখিত দরূদ শরীফের অদ্বিতীয় গ্রন্থ মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ﷺ যেটি ৩০ পারায় সন্নিবেশিত, প্রতি পারা ৪৮ পৃষ্ঠা করে ১৪৪০ পৃষ্ঠায় ৬৬৬৬ টি দরূদ সম্বলিত এ বিশাল কিতাব রচনা করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“আমি শুধু কাগজের উপর কলম বসিয়ে রাখতাম, আর সরকারে দো আলম ﷺ নূরানী চেহারা মুবারকের প্রতি মুতাওয়াজ্জুহ হয়ে বসতাম। এদিকে আপন গতিতে চলতে শুরু করে আমার কলম।
পরবর্তীতে সেটাই মজমুয়ায়ে সালাওয়াতির রাসুল (ﷺ) তথা ত্রিশ পারা দরুদ শরীফ এর গ্রন্থ এ পরিণত হয়ে গেল।
সুবহানআল্লাহ
No comments:
Post a Comment