আলহামদুলিল্লাহ!!
হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরী হাটের অজিত বাবুর বাড়ি নিবাসী রনি বিশ্বাস তার দুই সন্তান ও স্ত্রী সহ পরিবারের মোট চার সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। গতকাল বাদ মাগরিব সুলতানিয়া ইসলামিক একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা শিহাব উদ্দিন জমীরীর কাছে পবিত্র কালেমা পড়ে পরিবারের চার সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এসময় ওই পরিবারের প্রধান রনি বিশ্বাস তার পূর্বের নাম পরিবর্তন করে "মোহাম্মদ ইব্রাহিম" রাখেন। একই সময়ে তার পরিবারের অন্য সদস্যদের নামও পরিবর্তন করে ইসলামী নাম রাখা হয়। ছেলের নাম রাখেন মোহাম্মদ সামি পূর্ব নাম কৃষ্ণ এবং মেয়ের নাম রাখেন খাদিজা পূর্ব নাম পূঁজা। আর তার সহধর্মিণীর নাম রাখেন জান্নাতুল ফেরদৌস পূর্ব নাম রত্না মনি। মোহাম্মদ ইব্রাহিম তার সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্যে আগামী ডিসেম্বরে মাদ্রাসায় ভর্তি করানোর আশ্বাস দেন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
No comments:
Post a Comment