Tuesday, August 14, 2018

ঘুমানোর পূর্বে ১০টি সুন্নত, সবাই পড়ুন, অন্যকে জানান ৷৷


■ঘুমানোর পূর্বের ১০টি সুন্নত■

      ---------------------------------------

☛০১● ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া। বুখারীঃ- ৬৩২০

ফেসবুকে আমি 

☛০২● ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা। বুখারীঃ- ৫৬২৩


☛০৩● শয়নের সময় দু'আ পাঠ করা যেমনঃ- আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া। বুখারীঃ- ৬৩১৪


☛০৪● ডান কাত হয়ে শোয়া। বুখারীঃ- ৬৩১৫


☛০৫● শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। বুখারীঃ- ২৮৮


☛০৬● সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া। তিরমিযীঃ- ২৭৬৯


☛০৭● বিনা কারণে উপুড় হয়ে না শোয়া। তিরমিযীঃ- ২৭৬৮


☛০৮● ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। তিরমিযীঃ- ১৮১৩


☛০৯● দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। মুসলিমঃ- ৫৯০১


☛১০● দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুথু ছিটা এবং দুঃস্বপ্ন ও শয়তান থেকে - হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই" এভাবে তিনবার বলা। দুঃস্বপ্ন কাউকে না বলা। মুসলিমঃ- ৫৯০২

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...