সূরা ফাতিহার ফজিলত হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক বর্ণিত,
সূরা_ফতিহার_আক্ষরিক_নেকী
সূরা ফাতিহার
আলহামদু”=শব্দটিতে ৫টি অক্ষর :
পাঠকারীকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ভুল ত্র“টি থাকিলে ক্ষমা করিয়া দেওয়া হয়।
লিল্লাহ”= পর্যন্ত ৮টি অক্ষর:
পাঠকারীর জন্য বেহেশতের ৮টি দরজা খুলিয়া দেওয়া হয়।
রাব্বিল আল আমিন”= পর্যন্ত ১৮টি অক্ষর: পাঠকারীকে ১৮ হাজার মাখলুকাতের ইবাদাতের সাওয়াব দেওয়া হয়।
আর রাহমান”= পর্যন্ত ২৪টি অক্ষর: পাঠকারীকে ২৪ ঘন্টার কৃত পাপ হইতে রেহাই দেওয়া হয়।
আর রাহিম”=পর্যন্ত ৩০টি অক্ষর:
পাঠকারী কিয়ামতের মাঠে ৩০ হাজার বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে।
মালীকি ইয়াওমিদ্দিন”= পর্যন্ত ৪২টি অক্ষর: পাঠকারীকে ১ বৎসরের পাপ ক্ষমা করা হয়।
ইয়া কানাবুদু”= পর্যন্ত ৫০টি অক্ষর:
পাঠকারীর সহিত কেয়ামতে ৫০ হাজার বছরের সমতুল্য দিনে কৃপা পূর্ণ ব্যবহার করা হবে।
ওইয়াকানাসতাইন”= পর্যন্ত ৬১টি অক্ষর:
পাঠকারীকে আসমান,জমিনে ৬১টি রহমতের দরিয়ার প্রতি বিন্দু পানির সমতুল্য সাওয়াব দেওয়া হইবে এবং গুনাহ আমলনামা হইতে
ধুইয়া ফেলা হইবে।
ইহ দিনাস সিরাত্বাল মুসতাকিম”= পর্যন্ত
৮০টি অক্ষর: পাঠকারীকে সরাব পান হইতে বাঁচাইয়া উহার ৮০ দোররা শাস্তি হইতে রক্ষা করিবে।
সিরাত্বল্লাজিনা আন-আমতা
আলাইহিম’'= পর্যন্ত ৯৯টি অক্ষর:
পাঠকারী আল্লাহতালার ৯৯ নাম অবলম্বনে সমস্ত জিকিরের সওয়াব
পাইবে।
গাইরিল মাগদুবে আলাইহিম''= পর্যন্ত ১১৪টি অক্ষর” পাঠকারীকে কোরান শরীফের ১১৪টি সূরা পাঠকারীর সমষ্টির সাওয়াব দেওয়া হইবে।
ওয়ালাদ দোয়ালিন”= পর্যন্ত ১২৪টি অক্ষর: যিনি পাঠ করবেন তিনি ১ লক্ষ ২৪ হাজার পয়গাম্বরের ইবাদতের সমষ্টির সওয়াব পাবেন।
একবার ভেবে দেখুন দিনে ১ বার এই দোয়া পাঠ করিলে কত সাওয়াবঃ
[ শেয়ার করুন,আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে,
এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন। ইনশাল্লাহ।
No comments:
Post a Comment