Wednesday, June 26, 2019

এরদোগান পেলেন বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তির খেতাব !!


মিসরের রাসিদ নিউজ নেটওয়ার্ক নামের একটি সংস্থা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছে ।

সম্প্রতি একটি জরিপে সংস্থাটি এরদোগানকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে মনোনীত করেন।


রাসিদ নিউজ নেটওয়ার্ক কর্তৃক জরিপে মোট ৩ লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন । এতে এরদোগান ৭৭ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তাই গত বছরের (২০১৮) সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এরদোগানকে।

মুসলিম ব্রাদারহুডঘেঁষা এ সংস্থাটির জরিপ২০১১ সালের ২৫ জানুয়ারী ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে শুরু হয়। পরে এটি মিশর ও আরব বিশ্বে অনেক প্রভাব ফেলে। এ জরিপে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ৫২ শতাংশ ভোট পেয়ে মিশরের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যাক্তি নির্বাচিত করা হয়েছিলেন।


উল্লেখ্য, গতবছরের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ২০১৮ সালের সেরা ‘বিশ্ব মুসলিম ব্যাক্তিত্ব’ বলে ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি দৈনিক পত্রিকা। বিশ্বব্যাপী নির্যাতিত-অসহায় মুসলমানদের পক্ষে কাজ করায় এরদোগানকে এমন প্রসংসায় ভূষিত করে পত্রিকাটি।

fb.com/karimreza24

Tuesday, June 25, 2019

সিলেটের সুহাইলা ৭ বছর বয়সে মায়ের কাছে পুরো কুরআন মুখস্ত করল !!


সিলেটের সুহাইলা ৭ বছর বয়সে মায়ের কাছে পুরো কুরআন মুখস্ত করল ৷৷

সুহাইলা মোসতাফা। বয়স মাত্র সাত বছর দু’মাস হয়েছে। মাত্র ২ বছর ৩ মাসে মায়ের কাছে পবিত্র কুরআন মুখস্থ করে ‘হাফেজা’ খেতাব অর্জন করেছে সে।

কীর্তিমান এই হাফেজা সিলেট শহরস্থ খাদিমপাড়ার বাসিন্দা ও মারকাজে ইমাম আবু হানিফা সিলেট-এর প্রতিষ্ঠাতা, মুফতী মোস্তফা সুহাইল হেলালি সাহেবের মেয়ে।

মায়ের পরশে ও বাড়ির নিকটস্থ একটি মাদরাসার উসতাজদের দেখাশোনায় হাফেজা হয়েছে সোহাইলা। মা-বাবার স্বপ্ন সব মেয়েদেরকে ঘরে হাফেজা বানানো।



সুহাইলার বড় বোন আটারো পারা মুখস্থ করেছে। বয়স তেরো’র কোঠায়। কিন্তু মেধাবী সুহাইলা আগেই কৃতিত্ব অর্জন করে ফেলে।

এ বিষয়ে বাবা মুফতী মোসতাফা সুহাইল অনুভূতি জানতে চাইলে বলেন,“আমার কী আর অনুভূতি, তার মায়ের মেহনত, উসতাজদের দেখাশুনা ও আল্লাহর তাওফিকে এসব হয়েছে বলে মনে করি।”

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...