সম্প্রতি একটি জরিপে সংস্থাটি এরদোগানকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে মনোনীত করেন।
রাসিদ নিউজ নেটওয়ার্ক কর্তৃক জরিপে মোট ৩ লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন । এতে এরদোগান ৭৭ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তাই গত বছরের (২০১৮) সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এরদোগানকে।
মুসলিম ব্রাদারহুডঘেঁষা এ সংস্থাটির জরিপ২০১১ সালের ২৫ জানুয়ারী ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে শুরু হয়। পরে এটি মিশর ও আরব বিশ্বে অনেক প্রভাব ফেলে। এ জরিপে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ৫২ শতাংশ ভোট পেয়ে মিশরের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যাক্তি নির্বাচিত করা হয়েছিলেন।
উল্লেখ্য, গতবছরের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ২০১৮ সালের সেরা ‘বিশ্ব মুসলিম ব্যাক্তিত্ব’ বলে ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি দৈনিক পত্রিকা। বিশ্বব্যাপী নির্যাতিত-অসহায় মুসলমানদের পক্ষে কাজ করায় এরদোগানকে এমন প্রসংসায় ভূষিত করে পত্রিকাটি।
fb.com/karimreza24
No comments:
Post a Comment