Tuesday, August 25, 2020

তোমরা তোমাদের সন্তানকে তিনটি আমল শিক্ষা দাও।

❏ ৩৫. হুজুর রাসূলুল্লাহ (ﷺ) হাদিস শরীফে ইরশাদ করেন

ﻋﻦ ﻋَﻠِﻲِّ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﻃَﺎﻟِﺐٍ , ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ، ﻗَﺎﻟﺴُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ (ﷺ) : ” ﺃَﺩِّﺑُﻮﺍ ﺃَﻭْﻟَﺎﺩَﻛُﻢْ ﻋَﻠَﻰ ﺧِﺼَﺎﻝٍ ﺛَﻠَﺎﺙٍ : ﻋَﻠَﻰ ﺣُﺐِّ ﻧَﺒِﻴِّﻜُﻢْ ، ﻭَﺣُﺐِّ ﺃَﻫْﻞِ ﺑَﻴْﺘِﻪِ ، ﻭَﻋَﻠَﻰ ﻗِﺮَﺍﺀَﺓِ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ، ﻓَﺈِﻥَّ ﺣَﻤَﻠَﺔَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻓِﻲ ﻇِﻞِّ ﺍﻟﻠَّﻪِ ﻳَﻮْﻡَ ﻟَﺎ ﻇِﻞَّ ﺇِﻟَّﺎ ﻇِﻠُّﻪُ ﻣَﻊَ ﺃَﻧْﺒِﻴَﺎﺋِﻪِ ﻭَﺃَﺻْﻔِﻴَﺎﺋِﻪ “

অর্থ: “তোমরা তোমাদের সন্তানকে তিনটি আমল শিক্ষা দাও।
●১. তোমােদর নবীর ভালবাসা
●২.তাঁর (তোমাদের নবীর) পরিবার বা আহলে বায়তের ভালবাসা।

৩.কুরআনের শিক্ষা।নিশ্চই কুরআনের বাহকরা সেদিন (হাশরের দিন) তাঁর ছায়ার নিচে নবীগন ও আল্লাহর মনোনীতদের সাথে থাকবে যেদিন তাঁর ছায়া ভিন্ন আর কোন ছায়া থাকবে না।” 

তথ্যসূত্রঃ
●(ক.) আল জামি-উল-সাগীর: ১ম খণ্ড, পৃষ্ঠা ১৪
●(খ.) কাঞ্জুল উম্মাল: ১৬ম খণ্ড,পৃষ্ঠা ৪৫৬, হা/ ৪৫৪০৯।
●(গ.) কাশফ আল খিফা,১১ম খণ্ড,পৃষ্ঠা ৭৪, হা/ ৩৪১৫৭

No comments:

Post a Comment

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...